এই মুহূর্তে




ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের কিশোরী, রক্তাক্ত অবস্থায় নিজেই গেল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালাসোরের তরুণী বাংলায় গণধর্ষিত হওয়ার অভিযোগ ওঠার পর থেকে শাসক দলের দিকে আঙুল তুলেছে বিজেপি। কিন্তু বিজেপি শাসিত ওড়িশাতেই কি নিরাপদ নারীরা? ভিনরাজ্যের কিশোরীর ধর্ষিত হওয়ার অভিযোগ উঠেছে ওড়িশায়। শুক্রবার রাতে ভুবনেশ্বরের রাস্তায় প্রায় অচৈতন্য অবস্থায় পড়েছিল ওই কিশোরী। তারপর ক্ষতবিক্ষত অবস্থায় নিজেই হাসপাতালে যায় সে। যদিও বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, অটোচালকেরা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। ক্ষত পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন সম্ভবত ধর্ষণ করা হয়েছে ওই কিশোরীকে। কিশোরী নিজে এখনও পর্যন্ত কিছু বলেনি। হাসপাতাল সূত্রে খবর মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত, ট্রমার মধ্যে রয়েছে। তাই এখনও কথা বলার মতো অবস্থায় নেই। পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ওড়িশার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কিশোরীর বয়স বেশি নয়, আনুমানিক ১৭ বছর। সে বিহারের বাসিন্দা। বর্তমানে ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে সে। তার অবস্থা মোটেই ভাল না। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কিশোরী শুক্রবার গভীর রাতে হাসপাতালে পৌঁছায়। চিকিৎসকরা দেখেন তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ক্ষত রয়েছে। তখনও পর্যন্ত সম্পূর্ণ চেতনা হারায়নি কিশোরী। অর্ধচেতন অবস্থায় ছিল সে। ক্রমাগত হয়ে চলছিল রক্তপাত। হাসপাতাল থেকেই পুলিশকে জানানো হয় তদন্তকারীরা এইটুকু জানতে পেরেছে যে বছর সতেরোর ওই কিশোরী বিহারের বাসিন্দা। এছাড়া আর কোনও তথ্যই এখনও পর্যন্ত জানা যায়নি।

চিকিৎসকরা জানিয়েছেন শারীরিক কষ্ট তো রয়েছেই, সেই সঙ্গে মানসিক স্বাস্থ্যও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিশোরীর। সে ট্রমার মধ্যে রয়েছে। তার মধ্যে কাজ করছে আতঙ্ক। মনে করা হচ্ছে বড় কোনও বিশ্বাসঘাতকতার স্বীকার হয়েছে সে। তবে তদন্তকারীদের সন্দেহ তথ্য গোপনের চেষ্টা করছে কিশোরী। কিছু কথা সে লুকোতে চাইছে। ধর্ষণ যে হয়েছে সে কথা মেডিকেলে রিপোর্ট থেকে প্রমাণিত। প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের ধারণা ধর্ষণের পর সম্ভবত তাঁকে জোর করে গর্ভনিরোধক বড়ি খাওয়ানো হয়। এর ফলে তার শারীরিক অবস্থার আরও বেশি ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত কিশোরীর পরিবারের সঙ্গে কোনও রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। তদন্তে নেমেছে পুলিশ এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ওড়িশায় নারী সুরক্ষা একেবারে তলানিতে এসে ঠেকেছে। জুনের মাঝামাঝি থেকে ওড়িশা রাজ্য জুড়ে ধর্ষণের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তার মধ্যে কিছু আবার গণধর্ষণ। ২৮ জুন গঞ্জাম জেলায় এক দূর সম্পর্কের আত্মীয় কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষিত হয়েছে। ২২ বছর বয়সী অভিযুক্তকে পরে গ্রেফতার করা হয়। ২৫ জুন, গঞ্জাম জেলায় এক ক্লিনিক মালিক কর্তৃক ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পৃথক একটি ঘটনায়, ময়ূরভঞ্জ জেলার একটি স্থানীয় মন্দির থেকে বাড়ি ফেরার সময় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল।

১৯ জুন ময়ূরভঞ্জ জেলায় ৩১ বছর বয়সী এক তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করে। একদিন আগে, কেওনঝড় জেলায় বাড়ির কাছে একটি ধানক্ষেতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, আগের দিন সন্ধ্যা থেকে কিশোরী নিখোঁজ ছিল। পুলিশ নিশ্চিত করেছে যে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। ১৫ জুন গোপালপুর সমুদ্র সৈকতে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।

মাস দুয়েক আগে বালেশ্বরের বিএড কলেজের যে ছাত্রীর কলেজ ক্যাম্পাসে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছিলেন। তিনিও বিভাগীয় অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যৌন হেনস্থার। তিনদিনের যমে মানুষে টানাটানি শেষে গত ১৫ জুলাই ভুবনেশ্বর এইমসে মারা যান ওই ছাত্রী। শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর। নারী নির্যাতনের ঘটনায় গত ১৯ জুলাই ফের শিরোনামে এসেছিল ওড়িশা। পুরীতে বছর পনেরোর এক কিশোরীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। কিশোরীটি তার বন্ধুর বাড়ি যাচ্ছিল। সেই সময় বায়াবার গ্রামে তিনজন দুর্বৃত্ত এসে আচমকা মেয়েটির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর তিনজনেই চম্পট দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে ময়ূরভঞ্জ জেলায় এক মাসেরও বেশি সময় ধরে ১১ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই জামাইবাবু সহ তিনজনের বিরুদ্ধে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান’, হুঙ্কার রাজনাথের সিংহ

২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ