এই মুহূর্তে




মর্মান্তিক দুর্ঘটনা, ফোনে কথা বলার সময় বজ্রাঘাতে মৃত্যু যুবকের




নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড়: বহু জায়গায় বজ্রবিদ্যুতের খবর পাওয়া গিয়েছে। এর মাঝেই ছত্তিশগড়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ছত্তিশগড়ের ধামতারি জেলায় মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, ফোনে কথা বলার সময় বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। সূত্রে জানা যায়, যুবকের নাম রোহিত কুমার সিনহা। তাঁর বয়স ৩০ বছর।

এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যুবককে নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাঁর অবস্থা গুরুতর বলে জানায় হাসপাতালের চিকিৎসক। তড়ি ঘড়ি ওই যুবককে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে, শেষ রক্ষা আর করা যায়নি। জানা যায়, জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই ওই যুবকের মৃত্যু হয়।

তাঁর পরিবারের সদস্যদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রোহিত কুমার সিনহা নামের যুবক তাঁর বাড়ি থেকে বের হয়েছিলেন। রাস্তায় ফোনে কথা বলতে বলতেই যাচ্ছিলেন। ঠিক সেই সময় আচমকা বজ্রপাত হয়। আর তারই শিকার হন তিনি। বজ্রপাতের কারণে রোহিতের কানে থাকা মোবাইল ফোনটি ফেঁটে যায়। আর তার পরই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ছত্তিশগড়ের ধামতারি জেলা এলাকায়।

রোহিত কুমার সিনহার পরিবারের এক সদস্য জানিয়েছেন, “তিনি কাজ থেকে বাড়ি ফিরে তার বাড়িতে চলমান টয়লেট নির্মাণ কাজ পরিদর্শন করতে বেরিয়েছিলেন, সেই সময় বজ্রপাতের শিকার হন।”

রোহিতের চিকিৎসক জানিয়েছেন, “মোবাইল ফোনটি বজ্রপাতকে আকর্ষণ করেছিল এবং সম্ভবত এটিই বিস্ফোরণের কারণ ছিল, যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছিল।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ