এই মুহূর্তে




মেসিকে কত কোটির ঘড়ি উপহার দিলেন মুকেশ পুত্র? শুনলে ভিরমি খাবেন

নিজস্ব প্রতিনিধি: কলকাতা দিয়ে শুরু করে দিল্লি হয়ে ভারত সফর শেষ করার কথা ছিল লিওনেল মেসির। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করেন মেসি। দিল্লি থেকে বার্সেলোনায় ফেরার বদলে সোজা গুজরাতের জামনগরের বনতারায় যান আম্বানিদের আমন্ত্রণে। আর্জেন্টিনার ফরোয়ার্ডকে আমন্ত্রণ জানিয়েছিলেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। তাঁর ডাকে সাড়া দিয়েই ভারতে একদিন বেশি রয়ে যান মেসি। আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে উপহার হিসেবে অনন্ত আম্বানি দিয়েছেন ১৫ কোটি টাকার ঘড়ি।

অনন্ত আম্বানির আমন্ত্রণে মেসি যান গুজরাতের জামনগরের বনতারায় যান। অনন্ত আম্বানির প্রতিষ্ঠিত বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময়, আর্জেন্টাইন তারকাকে অত্যন্ত বিরল রিচার্ড মিলের ঘড়ি পরে থাকতে দেখা যায়। অনেকেই লক্ষ্য করেছেন যে মেসি ঘড়ি ছাড়াই গুজরাতে এসেছিলেন, কিন্তু পরে তাকে রিচার্ড মিলের RM 003-V2 GMT ট্যুরবিলন ‘এশিয়া সংস্করণ’ পরে থাকতে অবস্থায় দেখা যায়।

জেনে নিন ঘড়ির বিশেষত্ব

এই ঘড়ি বিশ্বব্যাপী মাত্র ১২টি ঘড়ি তৈরির একটি সীমিত সংস্করণ। একটি কালো কার্বন কেস এবং একটি স্কেলিটোন ডায়ালযুক্ত ঘড়িটির দাম ১.২ মিলিয়ন মার্কিন ডলার প্রায় ১০ কোটি ৯১ লক্ষ ৬৮,০২০ টাকা। ঘড়ির ভিতরের পুরো কাজ দেখা যায়। বিলাসবহুল এই ঘড়িটি তাৎক্ষণিকভাবে বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করে। শুধু তাই নয় অনন্ত আম্বানির হাতেও একটি বিরল সীমিত সংস্করণের ঘড়ি দেখা গিয়েছে। যেটি এখনও পর্যন্ত সবচেয়ে এক্সক্লুসিভ ঘড়িগুলির মধ্যে একটি। রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার ট্যুরবিলন (Richard Mille RM 056 Sapphire Tourbillon) পরেছিলেন তিনি। যার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪৫.৫৯ কোটি টাকা।

আরও পড়ুন: ‘নমস্তে ইন্ডিয়া’, দিল্লি ছাড়ার মুখে আবেগঘন পোস্ট মেসির

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেসির বনতারা ভ্রমণের ছবি। গনেশ পুজো দেওয়া থেকে শুরু করে সিংহ ও বন্যপ্রাণীদে দর্শন সবকিছুই করেছেন মেসি। মেসির সঙ্গে ছিলেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। তাঁরা সকলেই ঐতিহ্যবাহী হিন্দু আচার-অনুষ্ঠানে অংশ নেন। লোকসঙ্গীতের সুর আর পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা জানানো হয়। তাঁদের জন্য আরতির আয়োজন করা হয়েছিল। এই সফর নিয়ে মেসি বলেছেন, ‘‘বনতারা যা করেছে, তা সত্যিই সুন্দর, প্রাণীদের জন্য কাজ, তাদের যত্ন, তাদের উদ্ধার এবং যত্ন নেওয়ার এই উদ্যোগ সত্যিই চিত্তাকর্ষক। আমরা একটি দুর্দান্ত সময় কাটিয়েছি, পুরো সময় জুড়ে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করেছি এবং এটি এমন একটি অভিজ্ঞতা যা সারা জীবন সঙ্গে থাকবে থাকবে। এই অর্থপূর্ণ কাজকে অনুপ্রাণিত এবং সমর্থন করার জন্য আমরা অবশ্যই আবার আসব।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বদলা! ভারতীয় বিমানের জন্য ২৪ জানুয়ারি পর্যন্ত আকাশপথ বন্ধ করল পাকিস্তান

স্কুলে কন্ডোম নিয়ে গিয়ে শিক্ষকদের বকুনি, বাড়িতে মায়ের কাছে থাপ্পড়, অভিমানে যা করল ১১ বছরের শিশু

‘‌অনুপ্রবেশের কথা বলে বাংলাকে অপমান, বিজেপি নেতাদের কান ধরে ক্ষমা চাওয়া উচিত’‌, তোপ অভিষেকের

রেল যাত্রীদের জন্য সুখবর, এবার ১০ ঘন্টা আগেই ওয়েটিং–আরএসি টিকিটের স্ট্যাটাস জানা যাবে

অটলবিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি করতে চেয়েছিল বিজেপি, প্রধানমন্ত্রী কে হতেন?‌ বিস্ফোরক তথ্য প্রকাশ

ফ্ল্যাট বরাদ্দ কেলেঙ্কারিতে গ্রেফতারের ভয়ে গা ঢাকা মন্ত্রীর, বন্ধ মোবাইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ