27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:35 pm
নিজস্ব প্রতিনিধি, রাঁচি: গণপিটুনির শিকার চার কাশ্মীরি যুবক। ঘটনাটি ঘটেছে রাঁচিতে, বৃহস্পতিবার। গণধোলাইয়ের পাশাপাশি চলে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। অবিলম্বে তাদের শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। বলা হয়েছে, শহর না ছাড়লে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় চ্যানেল জানিয়েছে, ওই চার যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। এই খবর লেখা পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি।
গণপিটুনির শিকার বিলাল আহমেদ, শাবীর আহমেদ, ওয়াসিম আহমেদ ও তার এক বন্ধু। এরা রাঁচির হাতিখানা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বিলাল আহমেদ গত ২০ বছর ধরে ডৌরেন্ডা এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। বিলাল পেশায় ব্যবসায়ী। শাল-সোয়েটারের দোকান রয়েছে। সব কাশ্মীরে তৈরি। ব্যবসা কয়েক বছরের। স্থানীয়দের কাছে অতি পরিচিত মুখ। কিন্তু আচমকা তাদের ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই পরিবর্তন যে গণপিটুনিতে বদলে যাবে, তা আন্দাজ করতে পারেনি বিলাল এবং তাঁর বন্ধুরা।
পুলিশকে বিলাল বলেছে, সোনু নামে স্থানীয় এক যুবক এবং তাঁর সঙ্গীরা বৃহস্পতিবার দুপুরে আচমকাই তাদের ওপর চড়াও হয়। শুরু হয় গণপিটুনি। চলে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। ওই চার কাশ্মীরি যুবককে অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলা হয়েছে। পুলিশ নজরক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।