এই মুহূর্তে




জালিয়াতির মামলায় জাভেদ হাবিবের বিরুদ্ধে জারি সার্চ ওয়ারেন্ট

নিজস্ব প্রতিনিধি: তিনি দেশের বিখ্যাত সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট। এক ডাকে সকলেই চেনেন। সেই নামী হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব এবং তার ছেলে আনস হাবিবের বিরুদ্ধে উঠেছে জালিয়াতির অভিযোগ। উত্তর প্রদেশের সম্ভাল জেলায় কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির মামলায় এবার জাভেদ হাবিব ও তার ছেলের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করল পুলিশ। ফলিকল গ্লোবাল কোম্পানির ব্যানারে বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগের মাধ্যমে অস্বাভাবিক ভাবে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে এই দুজনের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগ এনেছেন।   

 জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর পবিত্রা পারমারের নেতৃত্বে সম্ভাল পুলিশ  বাহিনী  সার্চ ওয়ারেন্টের নোটিশ নিয়ে নিউ ফ্রেন্ডস কলোনির দিল্লির বাড়িতে হাবিবের বাড়িতে পৌঁছায়। তবে, হাবিবকে সেখানে পাওয়া যায়নি। তার ভাই আমজাদ হাবিব উপস্থিত ছিলেন এবং পুলিশকে জানান যে জাভেদ আর সেখানে থাকেন না। পুলিশ প্রায় আধ ঘন্টা ধরে বাড়িটিতে তল্লাশি চালায়। পুলিশ সুপার কে কে বিষ্ণোই নিশ্চিত করেছেন যে পুলিশ বর্তমানে জাভেদ হাবিবের মুম্বাইয়ের থাকা সম্পত্তিতে তল্লাশি করবে। এসপি বলেন, "জাওয়েদ হাবিবকে তার দিল্লির বাসভবনে পাওয়া যায়নি, তবে পুলিশ এখন তার মুম্বাইয়ের ঠিকানায় যাবে। দলটি সমস্ত প্রাসঙ্গিক নথি বাজেয়াপ্ত করবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে।" 
প্রসঙ্গত,  এর আগে কেশসজ্জাশিল্পীর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ ইতিমধ্যে এই বিষয় নিয়ে একাধিক মামলা রুজু করেছে। আগেই লুকআউট নোটিস জারি করা হয়েছে কারণ হাবিব বা তাঁর পরিবারের কেউ যাতে দেশ ছেড়ে যেতে না-পারেন, তা নিশ্চিত করতে। ৫০ থেকে ৭৫ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে হাবিব, তার ছেলে এবং কোম্পানির সম্ভাল প্রধান সাইফুল্লাহর বিরুদ্ধে ৩৩টি এফআইআর দায়েরের পর এই পরোয়ানা জারি করা হয়। অভিযুক্তরা ২০২৩ সালে সম্ভালের সারায়তীন এলাকার রয়্যাল প্যালেস ভেঙ্কট হলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে জানা গিয়েছে।  অভিযোগ সেই অনুষ্ঠানে বিটকয়েন বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়েছিল।পুলিশ জানিয়েছে যে প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা করে বিনিয়োগ করেছিলেন, যার মোট পরিমাণ ৫-৭ কোটি টাকা। এক বছরের মধ্যে কোনও রিটার্ন না পাওয়ায় বিনিয়োগকারীরা পুলিশের কাছে যান। ততক্ষণে হাবিব, তার ছেলে এবং অন্যান্য সহযোগীরা কোম্পানিটি বন্ধ করে দিয়ে আত্মগোপন করে বলে অভিযোগ উঠেছে। 
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান’, হুঙ্কার রাজনাথের সিংহ

২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের কিশোরী, রক্তাক্ত অবস্থায় নিজেই গেল হাসপাতালে

‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ