এই মুহূর্তে




শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশ মন্ত্রক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জুলাইয়ে গণহত্যায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে মোল্লা ইউনূস সরকারের অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে। বুধবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার হাতে হস্তান্তর নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমরা বাংলাদেশের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছি। বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এই বিষয়ে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।’

 ফাঁসির সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের প্রত্যর্পণ নিয়ে ইউনূস সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেয়নি বলে এদিন বিকালেই জানিয়েছিলেন বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।  সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিদেশ উপদেষ্টা বলেন, ‘দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছিল। তার কোনও উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা।’ উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। এক বছর হতে চললেও সেই চিঠির কোনও জবাব আসেনি। হাসিনাকে ফেরত চেয়ে বার বার চিঠি পাঠিয়ে কেন মুখ পোড়ানো হচ্ছে তা জানতে চাওয়া হলে বিদেশ উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক মহলে ভারতের মুখোশ খুলতেই বার বার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।’

গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময়ে গণহত্যা চালানোর অপরাধে গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির সাজা শুনিয়েছিল জামায়াতে ইসলামীর সদস্যদের নিয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও ওই রায় নিয়ে ঘরে ও বাইরে প্রশ্নের মুখে পড়েছে মোল্লা ইউনূস সরকার। হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। ফাঁসির রায় কার্যকর করার জন্য হাসিনা ও কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে গত শুক্রবার দিল্লির সরকারকে চিঠি দেয় তদারকি সরকারের বিদেশ মন্ত্রক। তার পরে ছয় দিন পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনও জবাব দেয়নি দিল্লির বিদেশ মন্ত্রক। যদিও কূটনীতিবিদরা জানিয়ে দিয়েছিলেন, ‘বিচার নিয়ে যেহেতু প্রশ্ন রয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার প্রাণ নিয়ে সংশয় রয়েছে, তাই শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত সরকার।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পাকিস্তানি-বাংলাদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগ, অসমে গ্রেফতার ধারাবাহিক হামলার পরিকল্পনাকারী জঙ্গি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ইউনূস সরকারের চিঠির জবাব দেয়নি দিল্লি

আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

ইমরান খান বেঁচে আছেন তো? জেলে তিন সপ্তাহ দেখা করতে পারেননি পরিজনেরা

২ কোটি আধার কার্ড নিস্ক্রিয় করল UIDAI, আপনারটা নেই তো?

২০ বছর পর মিলল খোঁজ, পরিবারের কাছে ফেরার অপেক্ষায় বৃদ্ধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ