এই মুহূর্তে




প্রতিরক্ষায় AI বিপ্লব! ভারতীয় সেনায় যুক্ত হল প্রথম স্মার্ট রাইফেল ‘কাতানা’




ইন্দ্রজি‍ৎ রায়: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন বিপ্লব! এবার শত্রুকে আর শুধু গুলিতে ঝাঁঝরা করবে না, সঙ্গে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হল দেশের প্রথম AI স্মার্ট রাইফেল—কাতানা। এই অস্ত্র শুধু একটি বন্দুক নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন দিশা। লাদাখের দুর্গম সীমান্তে এর সফল পরীক্ষার পর এখন কাতানা সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে এক নতুন তারকা। চলুন, জেনে নিই এই অসাধারণ অস্ত্র সম্পর্কে সব কিছু।

কাতানা কী ও কীভাবে কাজ করে?

কাতানা কোনো সাধারণ রাইফেল নয়। এটি একটি স্মার্ট অস্ত্র, যা তৈরি করেছে ভারতের নিজস্ব প্রতিষ্ঠান গ্রিডবটস টেকনোলজিস। এই রাইফেলে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), যা এটিকে অত্যন্ত শক্তিশালী এবং নির্ভুল করে তুলেছে। এর কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো:

  • শত্রু শনাক্তকরণ: কাতানা দ্রুত শত্রুকে চিহ্নিত করতে পারে, এমনকি তুষারপাত, কুয়াশা, অন্ধকার বা ধোঁয়ার মধ্যেও। এটি মাল্টি-সেন্সর এবং মাল্টি-স্পেকট্রাম ভিশন প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধরে ফেলে।
  • একাধিক লক্ষ্য ট্র্যাকিং: এই রাইফেল একসঙ্গে ২০টিরও বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করে তাদের গতিবিধি ট্র্যাক করতে পারে।
  • দ্রুত আক্রমণ: মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই অস্ত্র।
  • রিমোট কন্ট্রোল: সবচেয়ে বড় বিষয় হলো, কাতানাকে হাতে ধরে চালাতে হয় না। এটি সম্পূর্ণরূপে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ, সৈন্যদের আর সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে ঝুঁকি নিতে হবে না।

এই বৈশিষ্ট্যগুলো কাতানাকে সাধারণ অস্ত্র থেকে অনেক এগিয়ে রেখেছে। এটি যেন একটি ডিজিটাল সৈনিক, যে শুধু শত্রুকে ধ্বংসই করে না, সঙ্গে সঙ্গে সেনাদের নিরাপত্তাও নিশ্চিত করে।

লাদাখে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ

কাতানা রাইফেলের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে ভারতের লাদাখ সীমান্তের দুর্গম পরিবেশে। এখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, তুষারপাত হয়  আর দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি থাকে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও কাতানা নির্ভুলভাবে পরীক্ষায় সফল হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে স্থান পেয়েছে।

যুদ্ধক্ষেত্রে সৈন্যদের জীবনের ঝুঁকি সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। কাতানা এই সমস্যার একটি সমাধান নিয়ে এসেছে। এই রাইফেল দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় বলে সৈন্যদের আর শত্রুর মুখোমুখি হতে হবে না। এটি কেবল যুদ্ধে জয়লাভের সম্ভাবনা বাড়ায় না, বরং আমাদের জওয়ানদের জীবনও বাঁচায়।

আত্মনির্ভর ভারতমেক ইন ইন্ডিয়ার গর্ব

কাতানা শুধু একটি অস্ত্র নয়, এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ। এই রাইফেলের প্রতিটি অংশ—সার্কিট, অ্যালগরিদম থেকে সফটওয়্যার—সবই ১০০% দেশীয় প্রযুক্তিতে তৈরি। গ্রিডবটস টেকনোলজিস নামক এই ভারতীয় সংস্থা প্রমাণ করেছে যে ভারত এখন শুধু অস্ত্র কেনার দেশ নয়, বরং নিজেদের প্রযুক্তিতে বিশ্বমানের অস্ত্র তৈরি করার ক্ষমতা রাখে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিরাট কোহলিই দায়ী! বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় রিপোর্ট কর্নাটক সরকার

এবার পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান

১.২৬ লক্ষ টাকায় বাজার কাঁপাতে এল এই দুর্দান্ত স্পোর্টি স্কুটার

অপেক্ষার অবসান, লঞ্চ হল  টেসলার নতুন গাড়ি, দাম ৫৯.৮৯ লক্ষ  

‘চোখের বদলে চোখ’, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের দাবিতে অনড় নিহতের ভাই

‘অতীতের অস্ত্র বা প্রযুক্তি দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না!’, মন্তব্য সেনা সর্বাধিনায়কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ