এই মুহূর্তে




ওমানগামী ভেসেলে ভয়াবহ আগুন! দ্রুত পদক্ষেপ ভারতীয় নৌবাহিনীর, বাঁচল ১৪ জনের প্রাণ




নিজস্ব প্রতিনিধি: মাঝ সমুদ্রে ওমানগামী ভেসেলে লেগে গেল ভয়াবহ আগুন। তড়িঘড়ি উদ্ধারে এগিয়ে এল ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষ দল। জানা গিয়েছে, ওমান গামী ওই ভেসেলে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্য ছিলেন। এমটি ই চেং ৬ নামের ওই ভেসেলটি ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাওয়ার যাত্রা করছিল। তখনই মাঝ সমুদ্রে থাকাকালীন ভেসেলের ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। সেই সময়ে দুর্যোগের ডাকে সাড়া দিয়ে, ওমান উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা অভিযানের জন্য মোতায়েন করা ভারতীয় নৌবাহিনীর দল তাৎক্ষণিক সহায়তা প্রদান করে। নয়তো ভয়ানক ক্ষতি হতে পারত।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছেন, তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। ভেসেলে ১৪ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রু সদস্য ছিলেন। ভারতীয় সেনাবাহিনী তৎপরতায় কারো কোনও ক্ষতি হয়নি। এ বিষয়ে নৌবাহিনীর মুখপাত্র X-এ একটি পোস্টে বলেছেন, “ওমান উপসাগরে মোতায়েন করা মিশন, INSTabar, ২৯ জুন পুলাউ-পতাকাবাহী MT Yi Cheng 6 মাঝ সমুদ্রে একটি ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছিল। ভেসেলটি ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন ক্রু সদস্যদের নিয়ে ভারতের কান্দলা থেকে ওমানের শিনাসে যাচ্ছিল। তখনই ভেসেলটির ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন লেগে যায়। এবং সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়। ১৩ জন ভারতীয় নৌসেনা সদস্য এবং ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারের ৫ জন ক্রু সদস্য বর্তমানে এই অগ্নিনির্বাপণ অভিযানে জড়িত, ভেসেলের আগুনের তীব্রতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।’

তবে মাঝ সমুদ্রে বিদেশী ভেসেলগুলির বিপদে এগিয়ে আসা ভারতীয় নৌবাহিনীর সৌজন্যমূলক পদক্ষেপের ঘটনা এই প্রথম নয়। তারা বরাবরই এই ধরনের ঘটনায় সক্রিয়ভাবে কাজ করে। জানা গিয়েছে ওই অগ্নিনির্বাপক দল ক্ষতিগ্রস্থ ভেসেলের সরঞ্জামগুলি নৌকা এবং হেলিকপ্টারে করে অন্য ভেসেলে স্থানান্তরিত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিখে পাইলট ফেডারেশনের তোপের মুখে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ