এই মুহূর্তে

মাস্কের ”Grok’-এ বিকিনি ট্রেন্ড নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রের, অশ্লীল কনটেন্ট সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে AI টুল ব্যবহার করে সহজেই অশ্লীল কনটেন্ট তৈরি করা হচ্ছে। যার মধ্যে একটি হল ইলন মাস্কের X-এর ‘Grok’। এর মাধ্যমে অশ্লীল, যৌনতাপূর্ণ, অবমাননাকর বিষয়বস্তু তৈরি করা যায়। আর তাতেই উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে নারী ও শিশুদের লক্ষ্য করে এইসব অশ্লীল কন্টেন্ট বানানোর বিরোধিতা করেছে ভারত সরকার। পাশাপাশি এর বিরুদ্ধে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (MeitY) X-এ একটি নোটিশ জারি করেছে। এই বিষয়টি প্রথম সামনে এনেছিলেন রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এর একটি নতুন বৈশিষ্ট্য ‘Grok’ এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

X-এর এই বৈশিষ্ট্যের মাধ্যমে যে কোনও ছবি থেকে আসল পোশাক সরিয়ে অন্য পোশাক পরানো যায়। যেমন একজন মহিলা চুড়িদার পরা থাকলে সেই পোশাক খুলিয়ে অশ্লীল বিকিনি পরানো যাবে। সেক্ষেত্রে ব্যক্তির মুখ একই থাকবে। শিশু-মহিলাদের কথা ভেবে প্রিয়াঙ্কা চতুর্বেদী ‘X’-এর এই বৈশিষ্ট্য নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ছিলেন। এটি হঠানোর জন্যে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, এই প্রযুক্তি মহিলাদের গোপনীয়তা লঙ্ঘন করছে। মহিলাদের সম্মানহানি করছে। প্রিয়াঙ্কা চতুর্বেদীর চিঠির পর, কেন্দ্রীয় সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টি বিবেচনা করেছে। এই ধরনের বিষয়বস্তু তড়িঘড়ি অপসারণের দাবি জানিয়ে ইলন মাস্কের X-কে একটি চিঠি পাঠিয়েছে।

প্রিয়াঙ্কা চতুর্বেদী গ্রোকের বিরোধীতা করে জানিয়েছিলেন, ‘এই ধরনের অশ্লীল কনটেন্ট দেখে পুরুষরা আরও লোভী হয়ে উঠবে। আর তাঁদের লালসার শিকার হবে মহিলারা। এই এআই ফিচারটি অবিলম্বে সরানো উচিত। এমনকী কিছু পুরুষ ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করে মহিলাদের ছবি থেকে পোশাক সরিয়ে অশ্লীলতা তৈরি করবে। এই সমস্যাটি কেবল ভুয়ো প্রোফাইল থেকে শেয়ার করা ছবিগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সেইসব মহিলাদেরও প্রভাবিত করবে যারা তাদের নিজস্ব ছবি আপলোড করে। গ্রোক প্রম্পটে কাজে লাগিয়ে তার বিকৃতি ঘটানো সম্ভব।’ তার এই চিঠির উত্তর দিয়ে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এই ধরনের কন্টেন্ট নারী ও শিশুদের উপর অসামঞ্জস্যপূর্ণভাবে আক্রমণ করেছে। যেটি গোপনীয়তা এবং অনলাইন সুরক্ষার নিয়মের গুরুতর লঙ্ঘনের সামিল। তাই নোটিশে X-কে গ্রোকের প্রযুক্তিগত সুরক্ষা এবং পরিচালনা ব্যবস্থাগুলি জরুরিভাবে মূল্যায়ন এবং শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আইন মেনে চলতে ব্যর্থ হলে X আইটি আইনের অধীনে তার নিরাপদ আশ্রয় সুরক্ষা হারাতে পারে। কেন্দ্রীয় সরকার গ্রোক এআই-কে অশ্লীল বিষয়বস্তু অপসারণের নির্দেশ দিয়েছে। ৭২ ঘন্টার মধ্যে একটি প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রনালয়ের এই প্রতিক্রিয়ায় সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

উত্তরপ্রদেশে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ, বাদ গেল ২ কোটি ৮৯ লক্ষের নাম

‘আমারও প্যারোল চাই’, ধর্ষক রাম রহিমের পর এবার আবদার মাফিয়া ডন আবু সালেমের

নেপালে মসজিদ ভাঙচুর নিয়ে উত্তেজনা তুঙ্গে, জারি কার্ফু, সীমান্ত সিল করল ভারত

কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় অভিনেতা বিজয়কে তলব CBI-এর

‘বিলাস রাও দেশমুখের নাম মুছে ফেলতে পারবেন না’, মহারাষ্ট্রের বিজেপি মুনিয়াকে চ্যালেঞ্জ পুত্র রীতেশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ