এই মুহূর্তে

ঝাঁসির প্রথম মহিলা অটো চালকের রহস্যমৃত্যু, রাস্তায় উদ্ধার রক্তাক্ত দেহ

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের ঝাঁসিতে মর্মান্তিক ঘটনা! অটোর মধ্যেই মিলল মহিলা চালকের রক্তাক্ত দেহ। নিহত মহিলা ছিলেন ঝাঁসির প্রথম মহিলা চালক। তবে পুলিশ এটিকে দুর্ঘটনা বললেও মৃতার পরিবার জানিয়েছেন, তিনি ছিনতাইকারীর কবলে পড়ে ছিলেন। তাঁর গায়ের গহনা লুঠ করে তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। এবং পুলিশ তাঁর মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে।

পরিবারের দেওয়া তথ্যানুসারে, মৃতা মহিলা চালকের নাম অনিতা চৌধুরী। তিনি গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ অটো চালানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। রাত দেড়টার দিকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। তাঁর বাড়ি নববাদ থানা এলাকার তালপুরার আম্বেদকর নগরে। তিনি ঝাঁসির প্রথম মহিলা অটো চালক ছিলেন। ১৫ বছর ধরে এই পেশায় নিযুক্ত ছিলেন। তবে ২০২০ সালে, তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কিন্তু সুপারভাইজারের সঙ্গে তর্কের কারণে তিনি পদত্যাগ করেন। অনিতার স্বামী দ্বারকা চৌধুরী বাসস্ট্যান্ডের কাছে একটি হাতগাড়ি চালান। কিন্তু এতে তাঁদের সংসার চলত না। তাই, ২০২০ সালে অনিতা তাঁর সন্তানদের নিয়ে মহারাষ্ট্রে চলে গিয়েছিলেন। কিন্তু সেই সময় করোনাভাইরাসের কারণে লকডাউন ছিল। তাই তিনি বাড়ি ফিরে যান। কিন্তু করোনার পরে অনিতার পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর তিনি ফাইন্যান্সে অটো কিনে চালানোর পরিকল্পনা করেন। কিন্তু প্রথমে তাঁকে কোনও ব্যাঙ্ক ঋণ দিচ্ছিল না। পরে, একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে তিনি ঋণ পান। তবে তাঁর পরিবারের সদস্যরা অনিতার অটো চালানোর বিরুদ্ধে ছিলেন। কোনও ভাবে, অনিতা ব্যাঙ্কের সমস্ত কাগজপত্র সম্পন্ন করে ১৮ ফেব্রুয়ারী, ২০২১ তারিখে, ফাইন্যান্সে একটি নতুন অটো কেনেন। তবে অনিতা অটো চালাতে জানতেন না। এরপর একজন প্রতিবেশীর থেকে তিনি অটো চালানো শেখেন। এরপরেই তিনি একে পেশা বানিয়ে নেন। এবং অনিতা ঝাঁসির প্রথম অটো চালক হয়ে ওঠেন।

তাঁর মৃত্যু কীভাবে হল? এই বিষয়ে মহিলা চালকের বোন বিনীতা চৌধুরী জানিয়েছেন, “তিনি সকাল-রাত অটোরিক্সা চালাতেন। দিনের বেলায় ঘরের কাজকর্ম করত। এভাবেই তিনি পরিবারের ভরণপোষণ করত। রবিবার রাত ৯:৩০ মিনিটে অটোরিক্সা চালানোর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত ১:৩০ মিনিট নাগাদ আমরা ফোন পাই যে স্টেশন রোডের সুকওয়ান-ধুকওয়ান কলোনির কাছে অনিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পাই অটোরিক্সাটি উল্টে রয়েছে। এবং অনিতা মারা গিয়েছেন। তার কেবল মাথায় আঘাত ছিল, অন্য কোথাও কোনও আঘাত ছিল না। তাঁকে খুন করা হয়েছে। যদি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হত, তাহলে তা বোঝা যেত। কেননা তাঁর দেহে মঙ্গলসূত্র, কানের দুল, নুপুর ছিল। কিন্তু আমরা গিয়ে তাঁর দেহে এইসব কিছুই দেখতে পাইনি। তাঁর মোবাইল ফোনও ছিল না। এর থেকে বোঝা যায় অনিতাকে ডাকাতির খপ্পরে পড়েছিল। তাঁর গা থেকে সমস্ত গহনা লুঠ করা হয়েছে। এবং তাঁকে খুন করে তার দেহ ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরায় সবার ধরা পড়বে। আমরা ন্যায় বিচার চাইছি।’ তবে সিটি পুলিশ বর্তমানে এটিকে দুর্ঘটনা বলে দাবি করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘কৌন সা কুত্তা কিস মুড মে, ইয়ে পাতা নেহি হোথা’, পথকুকুর মামলায় টিপ্পনি সুপ্রিম কোর্টের

চলতি মাসেই ভারতে আসছেন সুনীতা উইলিয়ামস, কোথায় যাবেন মার্কিন মহাকাশচারী?

রাজনীতির খেল, মহারাষ্ট্রে পুরভোটে জোট বাঁধল বিজেপি-কগ্রেস

স্বপ্নপূরণ! ১০ কন্যাসন্তানের পর কোল আলো করল ছেলে, ১৯ বছরে ১১ বার মা সুনীতা

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

ধুম ৩-স্টাইলে চুরি, পুলিশকে বোকা বানিয়ে ১৫ লক্ষ টাকার গাড়ি নিয়ে পালাল দুই চোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ