এই মুহূর্তে




বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

নিজস্ব প্রতিনিধি, পটনা: ভোটের মুখে বিহারে ইন্ডিয়া জোটের অন্দরে অল ইজ নট ওয়েল। এমনিতে প্রথম পর্বের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ হয়ে গেলেও ইন্ডিয়া জোটের আসন রফা চূড়ান্ত হয়নি। শনিবার (১৮ অক্টোবর) অস্বস্তি আরও বাড়িয়ে আসন্ন ভোটে একলা চলোর কথা ঘোষণা করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দাবি অনুযায়ী আসন না পাওয়ায় ছয় আসনে আলাদাভাবে লড়াইয়ের ঘোষণা করেছেন জেএমএমের সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে। ইতিমধ্যেই এনডিএ’র শরিক দলগুলির আসন রফা চূড়ান্ত হয়েছে। আসন রফা অনুযায়ী ১০১টি করে আসনে লড়বে বিজেপি এবং নীতীশের দল জেডিইউ। ছয়টি আসনে লড়বে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা। বাকি ৩৫ আসনে লড়বে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি।

উল্টোদিকে হতশ্রী দশা বিরোধী শিবির মহাগঠবন্ধনের। জোটের শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। আরজেডি থেকে কংগ্রেস- যে যার মতো প্রার্থী তালিকা ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কংগ্রেসের তরফে ৪৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শনিবার ‘মহাজোটের’ শরিক দল হিসাবে ভোটে না লড়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নিজেদের জোরেই বিহারে বিধানসভার ভোট লড়ব। চকাই, দমধাহা, কাটোরিয়া, পিরপন্তি মোতিহারী ও জমুই আসনে লড়াই করা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান’, হুঙ্কার রাজনাথের সিংহ

২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের কিশোরী, রক্তাক্ত অবস্থায় নিজেই গেল হাসপাতালে

‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ