এই মুহূর্তে




জেএনইউ ছাত্র সংসদ রইল বামেদের কব্জায়, ধরাশায়ী সঙ্ঘের ছাত্র সংগঠন এবিভিপির প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারে প্রথম দফার ভোটের দিনই গেরুয়া শিবিরের জন্য দুঃসংবাদ। শত চেষ্টাতেও দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে খালি হাতেই ফিরতে হল আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি)। ছাত্র সংসদের সভাপতি, সহ সভাপতি সহ চারটি পদেই জয়ী হয়েছেন বাম শিবিরের প্রার্থীরা। অর্থা‍ৎ দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের অধিকাংশই বিজেপি আর সঙ্ঘের ‘অন্ধ দেশভক্তি’র বটিকা সেবন করতে রাজি হননি। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বৃহস্পতিবার (৬ নভেমবর) রাতে উ‍ৎসবে মেতে উঠেছেন বামপন্থী ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকরা। চলছে লাল আবির খেলা। সঙ্গে মিষ্টিমুখের পালা। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ কব্জা করতে না পেরে খানিকটা হলেও হতাশ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং সঙ্ঘের শীর্ষ পদাধিকারীরা। ফের একবার জেএনইউয়ের পড়ুয়ারা বুঝিয়ে দিলেন তাদের কাছে অন্ধ দেশভক্তি মূল্যহীন।

গত মঙ্গলবারই জেএনইউয়ের ছাত্র সংসদের ভোট নেওয়া হয়েছিল। যদিও আগের দুবারের তুলনায় এবার কম ভোট পড়েছিল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেখানে ৭৩ শতাংশ ভোট পড়েছিল সেখানে ২০২৪-২৫ সালের ভোটে ৭০ শতাংশ পড়ুয়া ভোট দিয়েছিলেন। এবার তা কমে দাঁড়িয়েছিল ৬৭ শতাংশে। মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের শীর্ষ চার পদে এবং ৪২ প্রতিনিধি পদে ভোট নেওয়া হয়েছিল। মূল লড়াই ছিল বামপন্থী ছাত্র সংগঠন ও আরএসএস ছাত্র সংগঠনের প্রার্থীদের মধ্যে।

ভোট গ্রহণ শেষের পরেই শুরু হয়েছিল গণনা। শুরু থেকেই ছাত্র সংসদের শীর্ষ চার পদে এগিয়ে ছিলেন বাম প্রার্থীরা। মাঝে বাম শিবিরের প্রার্থীদের সঙ্গে সমানতালে টক্কর দিয়েছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। তবে শেষ হাসি হেসেছেন বাম প্রার্থীরা। ছাত্র সংসদের সভাপতি পদে জয়ী হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রার্থী অদিতি মিশ্র। তিনি পেয়েছেন ১৮৬১টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবিভিপির বিকাশ পটেল পেয়েছেন ১৪৪৭টি ভোট। সহ সভাপতি পদে বাম প্রার্থী কে গোপিকা পেয়েছেন ২৯৬৬টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তান্যা কুমারী পেয়েছেন ১৭৩০টি ভোট। মহাসচিব পদে  বাম প্রার্থী সুনীল যাদব ১৯১৫টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্মসচিব পদে জিতেছেন বাম প্রার্থী দানিশ আলি। তিনি হারিয়েছেন অবিভিপির অনুজ দামারাকে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারের এই শহরের বেহাল অবস্থা, সেতু না থাকায় নৌকা করে ভোট দিতে আসেন স্থানীয়রা

বিহারে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ প্রথম দফার নির্বাচন, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

 জুবিন গর্গের মৃত্যুকাণ্ডে গ্রেফতার ভাই, ‘নৈতিক’ কারণে ইস্তফা অসমের মুখ্য তথ্য কমিশনারের

OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

নিকাশি নালা থেকে উদ্ধার মহিলার মুণ্ডুহীন নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা যোগী রাজ্যে!

বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট শুরু, ইভিএম বন্দি হচ্ছে তেজস্বী-তেজপ্রতাপের ভাগ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ