এই মুহূর্তে




‘গদ্দার’ বিতর্কে আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ কুণাল কামরা




নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে শিন্ডেসেনা ও দেবেন্দ্র ফড়নবিশ সরকারের সাঁড়াশি হামলার মুখে পড়তে হয়েছে স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরাকে। প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শিন্ডে সেনার গুন্ডারা। গোটা দেশ তোলপাড় কামরাকে নিয়ে। এবার আগাম জামিনের আবেদন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হলেন কুনাল কামরা।  একনাথ শিন্ডেকে লক্ষ্য করে প্যারোডি বেঁধেছিলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। ‘ভোলি সি সুরত’ গানের মাধ্যমে তাঁকে ‘গদ্দার’ বলে অভিহিত করেছিলেন। কারণ ২০২২ সালে তাঁর জন্যেই উদ্ধব ঠাকরের শিবসেনা বিভক্ত হয়েছিল এবং একনাথ শিন্দে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাই নাম না করে উপ মুখ্যমন্ত্রীকে বিশ্বাসঘাতক আখ্যা দেন কুনাল কামরা।

এরপরেই উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্রের রাজনীতি মহল। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশ জানান, একনাথ শিন্ডেকে নিয়ে স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরার রসিকতা একেবারেই সহ্য করা হবেনা। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় একাধিক মামলা। মুম্বই পুলিশ তাঁকে তলব করেছে এবং ৩১ মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে আগাম জামিনের জন্যে এবার মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হলেন কুণাল কামরা। শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেলের অভিযোগের ভিত্তিতে কামরার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে তা মুম্বইয়ের খার পুলিশে স্থানান্তরিত করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা ৩৫৩ (১) (b), ৩৫৩ (২) (জনসাধারণের সঙ্গে দুষ্টুমি) এবং ৩৫৬ (২) (মানহানি) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘স্ট্যান্ড আপ কমেডি জীবনকে অর্থবহ করে তোলে’, বাক স্বাধীনতার বিরাট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

তবে কুণাল কামরা তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের স্থায়ী বাসিন্দা হওয়ায়, শুক্রবার তিনি মাদ্রাজ আদালতে দ্বারস্থ হয়েছেন। মুম্বই পুলিশের তরফে দ্বিতীয়বার সমন পাঠানোর একদিন বাদে তিনি আগাম জামিনের জন্যে মাদ্রাজ হাইকোর্টে ছুটলেন। কামরাকে মঙ্গলবার পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছিল কিন্তু তিনি সাত দিনের সময় চেয়েছিলেন। মুম্বই পুলিশ তাঁর আবেদন প্রত্যাখ্যান করে কুনালকে আরেকটি সমন পাঠায়। প্রসঙ্গত, একনাথ শিন্ডেকে নিয়ে কুণাল কামরার মন্তব্যের নিন্দা জানিয়েছেন অনেকেই। ক্ষুব্ধ হয়ে শিবসেনা কর্মীরা খারের হ্যাবিট্যাট ক্লাবে তাণ্ডব চালিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে শিবসেনা নেতা রাহুল কানাল-সহ ১২ জন শিবসেনা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তবে আটকের কয়েক ঘন্টা পরেই তাদের জামিন দেওয়া হয়। এরপর থেকেই কুণাল কামরাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে।তবে কামরার আইনজীবী জানিয়েছেন, স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। কামরা বর্তমানে পুদুচেরিতে আছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ  দু’দশকের প্রতীক্ষার অবসান, অবশেষে সিবিএসই’র স্বীকৃতি পেল লাদাখের র‍্যাঞ্চো স্কুল

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক! হুমকি ইমেল ঘিরে তীব্র চাঞ্চল্য, চলছে তল্লাশি

মন্দির ধ্বংসের হুমকি দিয়ে মুসলিম যুবক মাতলেন পহেলগাঁও হামলার আনন্দে, উচিত শিক্ষা দিলেন স্থানীয়রা

আর্থিক লেনদেনে বিমানবন্দর-সহ প্রকাশ্য স্থানের Wi-Fi ব্যবহার না করার জন্য সতর্ক করল কেন্দ্র

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, বাজেয়াপ্ত BMW, ২৮ একর জমি

পহেলগাঁওকাণ্ডের জের, নিয়মের গেরোয় মাকে ছেড়ে পাকিস্তানে ফিরতে হল একরত্তি শিশুকে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর