এই মুহূর্তে




কল্যাণের পাশে মমতা, ‘যা করেছেন সেটা হালকা চালে’

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: সংসদের(Parliament) প্রবেশদ্বারে বিক্ষোভ প্রদর্শনকালে তৃণমূলের সাংসদ(TMC MP) তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee) রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি(Vice President of India) জগদীপ ধনখড়কে(Jagdeep Dhankar) নকল করে বিতর্কে জড়িয়েছেন। সেই ঘটনার নিন্দা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। কিন্তু এদিন সেই সংসদ ভবন চত্বরেই প্রকাশ্যে কল্যাণের পাশেই দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানালেন, ‘কোনও অসম্মানের বিষয় নয়। কল্যাণ যা করেছেন সেটা হালকা চালে।’ যদিও এটাও ঘটনা যে, এদিন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতার যে বৈঠক ছিল সেখানে দলের তরফে আরও ১১জন সাংসদ থাকার কথা ছিল। সেই তালিকায় নাম ছিল কল্যাণেরও। কিন্তু এদিন সেই দলে কল্যাণ ছিলেন না। পরিবর্তে ছিলেন তৃণমূলের অপর এক সাংসদ নাদিমুল হক। কেন কল্যাণ সেই দলে ছিলেন না তার কোনও ব্যাখা অবশ্য এদিন মমতা দেননি।   

বুধবার রাজ্যের দাবিদাওয়া নিয়ে মমতা-সহ তৃণমূলের ১১ জন সাংসদ দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। কিন্তু সেই দলে ছিলেন না কল্যাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাদ রেখেই গেল মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রতিনিধিদল গিয়েছিল। অনেকের বক্তব্য ছিল, রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করে কল্যাণ যে বিতর্কে জড়িয়েছেন, সেই কারণেই তাঁকে বাদ রেখে মোদির কাছে গিয়েছিলেন মমতা। কিন্তু মমতা পরে সাংবাদিকদের যা জানা তা কার্যত বলে দিচ্ছে, তিনি বিষয়টিকে নিয়ে বেশি মাথা ঘামাতে চান না। বরঞ্চ প্রকাশ্যেই তিনি কল্যাণের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। যদিও বিজয়চকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমে কল্যাণ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি মমতা। তিনি বলেন, লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ লোকসভার সাংসদেরা এ বিষয়ে যা বলার বলবেন। যদিও পরে ফের তাঁকে প্রশ্ন করায় তিনি ওই মন্তব্য করেন।

কল্যাণ অবশ্য এই বিতর্কের মাঝে মুখ খুলে জানিয়েছেন, তিনি যা করেছেন তা আদতে একটি শিল্প। সেই শিল্প হল মিমিক্রি বা নকলনবিশি। তিনি জানিয়েছেন, ‘নকলনবিশি করা তো শিল্পের একটা ধরন। রাজনৈতিক প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। প্রধানমন্ত্রীও সংসদের মধ্যে অতীতে মিমিক্রি করেছেন। তার জন্য কি তিনিও ক্ষমা চাইবেন? নকল সংসদ অধিবেশন চলছিল। আমি বলিনি যে সেটা লোকসভা না কি রাজ্যসভা। এটা যদি উনি নিজের গায়ে মেখে নেন, তা হলে আমি অসহায়। উনি কি সত্যিই রাজ্যসভায় এ রকম আচরণ করেন? এটাই আমার প্রশ্ন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ধনখড় সাব আমার সিনিয়র। উনি আমার পেশাতেই ছিলেন। উনি আইনজীবী ছিলেন। আমিও আইনজীবী। আমাদের পেশায় আমরা কারও ভাবাবেগে আঘাত করি না। আমি ওঁকে শ্রদ্ধা করি।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জোর ধাক্কা আম্বানি-আদানির, বিশ্বের শীর্ষ ১৫ ধনীর তালিকা থেকে ছিটকে গেলেন

‘ক্ষমা চান, না হলে ৫ কোটি দিন’, সলমনকে ফের খুনের হুমকি দিয়ে ফোন

নাবালিকার সঙ্গে যৌন সঙ্গমের সময় আচমকাই হার্ট অ্যাটাক, শেষ হয়ে গেল জীবন

‘কাপুরুষোচিত আক্রমণ’, কানাডার মন্দিরে খলিস্তানিদের তাণ্ডবের নিন্দা মোদির

জীবন নিয়ে খেলা! বাজি ধরে আতশবাজির প্যাকেটের উপরে বসার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ছিন্নভিন্ন যুবক

আগ্রার কাছে ভেঙে পড়ল মিগ-২৯, ঝাঁপ দিয়ে রক্ষা পাইলটের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর