27ºc, Haze
Friday, 24th March, 2023 10:35 pm
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে সত্তর বছরের সহযাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে জামিন দিল দিল্লি আদালত। গ্রেফতার হওয়ার ২৪ দিন বাদে জামিন পেলেন তিনি। মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতের বিচারক হতজ্যোৎ সিং ভাল্লা। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শঙ্করের জামিন মঞ্জুর করেছেন তিনি। দিল্লি পুলিশের পক্ষ থেকে শঙ্কর মিশ্রের জামিনের তীব্র বিরোধিতা করতে গিয়ে দেশের সুনাম নষ্টকে হাতিয়ার করা হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত করেননি বিচারক। উল্টে গতকাল সোমবারই দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।
গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা সত্তর বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। এর পরেই টনক নড়ে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার কর্তাদের। ডিসেম্বরের শেষের দিকে অভিযুক্ত শঙ্কর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। এমনকী অশালীন আচরণে অভিযুক্ত ওই যাত্রীকে ৩০ দিনের জন্য বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। প্রস্রাব কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মার্কিন বহুজাতিক সংস্থা থেকে বরখাস্ত হন অভিযুক্ত।
তদন্তের ভার হাতে নেওয়ার পরে গত ৭ জানুয়ারি প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। গত ১১ জানুয়ারি তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালতে। জামিনের আর্জিতে অভিযুক্ত শঙ্কর দাবি করেন তিনি নন, বৃদ্ধা নিজেই প্রস্রাব করে কম্বল ভিজিয়েছিলেন।