-273ºc,
Saturday, 3rd June, 2023 3:16 am
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কাছে ভগবানের মতো। তাই ভগবানকে কাছে পেয়ে মালা পড়ানোর লোভ আর সংবরণ করতে পারেনি ষষ্ঠ শ্রেণির পড়ুয়া কুণাল ধোঙগাড়ি। বৃহস্পতিবার হুবলিতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ভাঙার জন্য মোটেও অনুশোচনা নেই খুদে পড়ুয়ার। শুক্রবার নিজেকে প্রধানমন্ত্রীর বড় ভক্ত হিসেবে দাবি করে কুণাল বলেছে, ‘আমি মোদিজির বিরাট ফ্যান। উনি আমার কাছে ভগবানের মতো।’
বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিতে কর্ণাটকের হুবলিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে একটি রোড শো-ও করেন। আর ওই রোড শো চলাকালীনই নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই ফুলের মালা হাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া কুণাল ধোঙগাড়ি। স্পেশাল প্রটেকশন গ্রুপের নিরাপত্তারক্ষী সহ পুলিশ আধিকারিকরা ঘটনায় হতচকিত হয়ে পড়েছিলেন। যদিও প্রধানমন্ত্রী কুণালের হাত থেকে শেষ মুহূর্তে মালাটি নেন এবং গাড়ির বনেটের উপরে রাখেন। কীভাবে এসপিজি ও রাজ্য পুলিশের বহুস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেঙে ওই পড়ুয়া মোদির কাছাকাছি চলে গিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। এ গো থয়ধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও রকম গাফিলতি হয়নি। ঘটনার পরেই কুণাল ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাতে সবাইকে ছেড়ে দেওয়া হয়।
এদিন হুবলির বাড়িতে বসে সাংবাদিকদের কুণাল জানিয়েছে, ‘লোকের মুখে শুনতে পাচ্ছিলাম, প্রধানমন্ত্রী আসছেন। আমি ওর বড় ভক্ত। আমার কাছে উনি ভগবানের মতো। আমার লক্ষ্য ছিল ভগবানের গলায় মালা চড়ানোর। বাড়ির অন্যান্যদের সঙ্গে মোদিকে দেখার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। মোদিজির গাড়ি অন্যদিকে চলে যাচ্ছে দেখেই ব্যারিকেড ডিঙিয়ে গাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না।’