এই মুহূর্তে




২ বছর বেতন বকেয়া! সরকারি দফতরের সামনেই আত্মঘাতী কর্ণাটকের এক জলকর্মী

নিজস্ব প্রতিনিধি: ২৭ মাস ধরে বেতন পান নি, উর্ধ্বতন কর্মকর্তারা কাছে মানসিক হয়রানির শিকার হচ্ছিলেন, হতাশাগ্রস্ত হয়ে সরকারি অফিসের সামনেই আত্মহত্যা করলেন কর্ণাটকের একজন জলকর্মী। ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের চামরাজনগর জেলার একটি পঞ্চায়েত অফিসের সামনে। তিনি সুইসাইড নোটে লিখে রেখে গিয়েছেন যে, গত ২৭ মাস ধরে তিনি বেতন পাননি। যখনই তিনি বকেয়া বেতন পরিশোধের অনুরোধ করতে যেতেন, তাঁকে স্থানীয় কর্মকর্তারা মানসিক হয়রানি করতেন। তাই বাধ্য হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে হল তাঁকে। নিহত সরকারি কর্মীর নাম চিকুসা নায়াকা। সূত্রের খবর, তিনি ২০১৬ সাল থেকে হোঙ্গানুরু গ্রাম পঞ্চায়েতে কর্মরত ছিলেন। বেতনের অভাবে তিনি নিজের চিকিৎসা করাতে পারছিলেন না।

এমনকি তিনি সুইসাইড নোটে আরও লিখেছেন যে, “অসুস্থতার কারণে পদত্যাগপত্র জমা দেওয়ার পরেও কর্মকর্তারা সাড়া দেননি। আমি ২০১৬ সাল থেকে জলকর্মী হিসেবে কাজ করছি। আমি পঞ্চায়েত উন্নয়ন কর্মকর্তা (পিডিও) এবং গ্রাম পঞ্চায়েত সভাপতিকে আমার ২৭ মাসের বকেয়া বেতন পরিশোধের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাকে উপেক্ষা করেছেন। আমি জেলা পঞ্চায়েতের সিইওর সঙ্গেও যোগাযোগ করেছি, কিন্তু কোনকিছুতেই কিছু হয়নি। উল্টে পিডিও, রামে গৌড়া এবং গ্রাম পঞ্চায়েত সভাপতির স্বামী, মোহন কুমার আমাকে ক্রমাগত মানসিক হয়রানি করেছেন। যদি আমি ছুটি চাইতাম, তখন তারা আমাকে বলত, ছুটি নেওয়ার আগে অন্য একজনকে খুঁজে দিতে যেতে। তারা আমাকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অফিসে থাকতে বাধ্য করত। পিডিও এবং মোহন কুমারের হয়রানির কারণে আমি আমার জীবন শেষ করছি।”

তিনি কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ পিডিও, গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং তার স্বামীর বিরুদ্ধে এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে। আত্মহত্যার পর, জেলা পঞ্চায়েতের সিইও অবহেলা এবং পরিষেবা বিধি লঙ্ঘনের অভিযোগে রামে গৌড়াকে বরখাস্ত করেছেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে তীব্র নিন্দা করে বিজেপি বলেছে যে, “কংগ্রেস সরকারের আত্মহত্যার ভাগ্যে আরও একজন সরকারি কর্মচারী নিহত হয়েছেন। মাত্র দুই দিন আগে, কালাবুর্গিতে একজন গ্রন্থাগারিক বেতন না পাওয়ার কারণে আত্মহত্যা করে মারা গিয়েছেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে, কর্ণাটক সরকারের দেউলিয়াত্বের কারণে আরও একটি জীবন হারাল। সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, মাত্র ৫,০০০ টাকা মাসিক আয়কারী একজন দরিদ্র ব্যক্তিকে দুই বছর ধরে বেতন না দিয়ে তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আপনার সরকারের কি আদৌ কোন হৃদয় আছে? আদৌ কোন মানবতা আছে?”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে ভোটের মুখে জোর ধাক্কা ‘ইন্ডিয়া’র, জোট ভেঙে ৬ আসনে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা

রাস্তার মধ্যেই মহিলাকে জোরপূর্বক চুমু খেয়ে পালাল দুষ্কৃতী, সাঙ্ঘাতিক ঘটনা যোগী রাজ্যে

‘অপারেশন সিঁদুর’ শুধু ট্রেলার, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান’, হুঙ্কার রাজনাথের সিংহ

ওড়িশায় ধর্ষণের শিকার ভিনরাজ্যের কিশোরী, রক্তাক্ত অবস্থায় নিজেই গেল হাসপাতালে

‘সম্মানহানির কারণেই মেয়েকে খুন’, চার্জশিটে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বাবার ভয়ঙ্কর স্বীকারোক্তি

৩৫ লাখের সোনা, বিলাসবহুল গাড়ির মালিক! রাজনীতিতে যোগ দিয়েই ফাঁস খেসারি লালের সম্পত্তির হিসেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ