এই মুহূর্তে




মহিলাকর্মীদের মাসে ১ দিন ‘পিরিয়ডস্’ ছুটির ঘোষণা ওড়িশা সরকারের




নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনে মত্ত গোটা দেশ। ১৯৪৭ সালের ১৫ অগস্ট আজকের দিনেই স্বাধীনতা পেয়েছিল ভারত। তাই আজকের দিনটি গোটা ভারতবাসীর কাছেই গর্বের দিন। কিন্তু কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরেই এখন একাধিক প্রশ্ন? তবে কি এখনও পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে? তবে কি এখনও ব্রিটিশ শাসনের মতোই নারীরা পরাধীন? এই নিয়েই গোটা দেশ প্রতিবাদে নেমেছে। তবে নারীদের নিরাপত্তা নিয়ে যেমন আওয়াজ ওঠে, তেমনি নারীদের সুরক্ষার কথা ভেবেই বিভিন্ন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে প্রতি মুহূর্তে। হ্যাঁ, এগুলো ভুললে কিন্তু চলবে না। যেমন পশ্চিমবঙ্গে নারিদের জন্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষীশ্রী, সবুজশ্রী, লক্ষীর ভান্ডার প্রমুখ প্রকল্প। এছাড়াও গর্ভবতী অবস্থায় বিভিন্ন সরকারি মহিলা কর্মচারীদের মেটারনিটি ছুটি দেওয়া হয় দীর্ঘদিন। এবার নারী সুরক্ষার জন্যে দারুণ একটি পদক্ষেপ নিল ওড়িশা সরকার। আর স্বাধীনতা দিবসের দিনেই তা ঘোষণা করল সরকার।

আসলে সরকারি-বেসরকারি সংস্থার মহিলা কর্মীজীবিদের প্রতি মাসেই ৭ দিন ‘মাসিক অর্থাৎ পিরিয়ডস্’-এর জন্যে বরাদ্দ থাকে। এই অবস্থায় অনেকেই বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, মারাত্মক পেটে ব্যথা অফিস যাওয়া তো দূর ঘরের কাজ করারও সম্ভব হয়না তাঁদের। এক্ষেত্রে বেসরকারি সংস্থায় একদিন অনুপস্থিত হলেই বেতন থেকে ঘ্যাচাং ফু অর্থাৎ টাকা কেটে নেওয়া হয়। এবার এমন নিয়মেই তালা পড়াল ওড়িশা সরকার। বৃহস্পতিবার ওড়িশা সরকার রাজ্য সরকার এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই কর্মরত মহিলাকর্মীদের জন্য একদিনের মাসিক ছুটি নীতি চালু করেছে। কটকে জেলা-স্তরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা এই বিষয়টি ঘোষণা করেছেন। অবিলম্বে কার্যকর, নীতিটি মহিলা কর্মচারীদের তাদের মাসিক চক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নেওয়ার অনুমতি দিচ্ছে, আর এমন অবস্থায় ছুটি নিলে কোনও বেতনও কাটা যাবেনা। মহিলাদের স্বাস্থ্যকে আরও ভালভাবে সমর্থন করার লক্ষ্যে এমন অভাবনীয় নীতি চালু করল ওড়িশা সরকার।

তবে ২০২২ সালে মহিলাদের মাসিক ছুটির অধিকার এবং মাসিক স্বাস্থ্য পণ্য বিল, বিনামূল্যে প্রবেশাধিকার ঋতুস্রাবের সময় মহিলাদের এবং ট্রান্সওয়াইমেনদের জন্য তিন দিনের বেতনের ছুটির প্রস্তাব করা হলেও, বিলটি এখনও কার্যকর করা হয়নি। সুপ্রিম কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে মহিলা কর্মচারীদের জন্য মাসিক ছুটির বিষয়ে একটি মডেল নীতি তৈরি করার আহ্বান জানিয়েছিল, যেটি বিচারক হস্তক্ষেপের পরিবর্তে নীতি-নির্ধারণের আওতায় পড়ে।বর্তমানে, বিহার এবং কেরল হল একমাত্র ভারতীয় রাজ্য যেখানে মহিলাদের ‘মাসিক’ ছুটির নীতি কার্যকর হয়েছে। বিহার ১৯৯২ সালে তার নীতি চালু করেছিল, যেখান মহিলাদের প্রতি মাসে দুই দিন মাসিক ছুটির অনুমতি দেয়। ২০২৩ সালে, কেরল ১৮ বছরের বেশি বয়সী মহিলা শিক্ষার্থীদের জন্য ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে মহিলা ছাত্রদের মাসিক ছুটি বাড়িয়েছিল।

ভারতের কিছু বেসরকারী কোম্পানি, যেমন Zomato, মাসিক ছুটির নীতিও গ্রহণ করেছে, Zomato ২০২০ সাল থেকে বার্ষিক ১০ দিন মহিলাদের মাসিক ছুটির অনুমতি দিয়েছে, বিনা বেতন কাটা ছাড়াই। তবে এই ব্যবস্থা থাকা সত্ত্বেও, ভারতে মাসিক ছুটির জন্য কোনও জাতীয় আইন নেই। ঋতুস্রাব বেনিফিট বিল, ২০১৭, এবং মহিলাদের যৌন, প্রজনন এবং মাসিক অধিকার বিল, ২০১৮-এর মতো সম্পর্কিত বিলগুলি পাস করার পূর্ববর্তী প্রচেষ্টাগুলি সফল হয়নি৷ এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে এল ওড়িশা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে বড় গর্ত, রক্ষণাবেক্ষণের অভাবের দায়ে বরখাস্ত ১ কর্মকর্তা

কাজের অত্যাধিক চাপে মার্কিন সংস্থায় কর্মরত তরুণীর মৃত্যু, তদন্ত শুরু কেন্দ্রের

MBBS-এ ভর্তির জন্য জালিয়াতি, ‘ধর্ম পরিবর্তন’ করে বিপাকে ১৭ শিক্ষার্থী, ৯ পলাতক

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারত সরকারকে তলব করল মার্কিন আদালত

সব জায়গায় নয় ‘জয় শ্রীরাম’ শ্লোগান, কড়া বার্তা ভাগবতের

কর্ণাটকের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর