28ºc, Haze
Monday, 27th March, 2023 10:37 am
নিজস্ব প্রতিনিধি, তিরুআন্নামালাই (তামিলনাড়ু): দশকের পর দশক ধরে তামিলনাড়ুর একটি মন্দিরে তফশিলী জাতি ও উপজাতিদের প্রবেশ নিষিদ্ধ ছিল। সোমবার ভাঙল সেই নিষেধের বেড়াজাল। দুই সম্প্রদায়ের শতাধিক মানুষ মন্দিরে প্রবেশ করেন। দিয়েছেন পুজো। তাদের সাহায্য করতে এগিয়ে আসে জেলা প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মন্দিরে ছিল কড়া নিরাপত্তা।
জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই মন্দিরে একমাত্র হিন্দু উচ্চবর্ণের মানুষের প্রবেশাধিকার ছিল। দলিতদের মন্দিরে প্রবেশ তো পরের কথা, মন্দির চত্বরেই কাউকে ঢুকতে দেওয়া হত না। মন্দিরের বয়স প্রায় দুইশো বছর। বিগত আশি বছর ধরে মন্দিরে প্রবেশের অধিকার ছিল শুধুমাত্র উচ্চবর্ণের মানুষের। অন্যদিকে, তফশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষ এই মন্দিরে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরেই প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছে। প্রশাসনের তরফ থেকে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা হয়। আলোচনায় তফশিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষের দাবি ছিল, একসময় এই মন্দিরে তাদের পূর্বপুরুষদের প্রবেশাধিকার ছিল। সুতরাং, নতুন করে এই নিষেধাজ্ঞা অর্থহীন। উচ্চবর্ণের প্রতিনিধিরা তাদের এই দাবি মানতে অস্বীকার করে। মধ্যস্থতায় এগিয়ে আসে জেলা প্রশাসন। একপ্রকার প্রশাসনের হস্তক্ষেপে উচ্চবর্ণের প্রতিনিধিরা মন্দিরে দলিতদের প্রবেশের অনুমতি দেয়।
সোমবার মন্দিরে তাদের প্রবেশের সময় ছিল কড়া নিরাপত্তা। প্রশাসনের পদস্থকর্তাদের উপস্থিতিতে তারা মন্দিরে পুজো দেন।
আরও পডুন জল নেওয়ার ‘অপরাধে’ রাজস্থানে দলিত প্রৌঢ়কে পিটিয়ে খুন