এই মুহূর্তে




আত্মঘাতী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান, কী জবাব দিল কেন্দ্র




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তানে ওয়াজিরিস্থানে সেনা কনভয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ভারতকে দায়ী করেছিল ইসলামাবাদ। পাকিস্তানের সেই দাবিকে রবিবার নস্যাত করত ভারত। ভারতের বিদেশ মন্ত্রক পাক সেনাবাহিনীর এই দাবিকে দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। তাঁরা স্পষ্ট জানিয়েছে আত্মঘাতী হামলায় যে ১৩ জন সেনার মৃত্যু হয়েছে তাতে ভারতের কোনও হাত নেই।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ এক বিবৃতি জারি করে বলেছে, “আমরা পাক সেনাবাহিনীর একটি সরকারি বিবৃতি দেখেছি যেখানে ২৮ জুন ওয়াজিরিস্তানে হামলার জন্য ভারতকে দায়ী করার চেষ্টা চালানো  হয়েছে। আমরা এই বিবৃতিকে অবমাননার সঙ্গে প্রত্যাখ্যান করছি।”

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর এক বিবৃতি অনুসারে, ১৩ জন সৈন্য নিহত হওয়ার ঘটনাটি ফিতনা-আল-খাওয়ারিজ দ্বারা পরিচালিত হয়েছিল। “আত্মঘাতী বোমা হামলার জন্য বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি সামরিক কনভয়ে আঘাত করে। বিস্ফোরণে ১৩ জন সৈন্য নিহত, ১০ জন সেনা এবং ১৯ জন বেসামরিক মানুষ আহত হন,” নাম প্রকাশ না করার শর্তে উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন স্থানীয় সরকারি আধিকারিক এই তথ্য দিয়েছেন।

পাক ভিত্তিক সংবাদপত্র ডন জানিয়েছে, দক্ষিণ ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন দুই সেনা নিহত এবং ১১ জন সন্ত্রাসীকে নির্মূল করার কয়েকদিন পরই এই হামলাটি চালানো হয়েছে। এই বোমা হামলার দায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

বিবিধ সংবাদমাধ্যম মতে ২০২১ সালে কাবুলে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ তার পশ্চিমা প্রতিবেশীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য তাদের মাটি ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ করেছে । এই দাবি অস্বীকার করেছে তালিবানরা।

খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াই চলছে। ব্বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় চলতি বছরের শুরু থেকে প্রায় ২৯০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সেনাবাহিনীর সঙ্গে যুক্ত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

বন্ধুর সঙ্গে গতির লড়াইয়ে পাল্লা দিতে গিয়ে ২ জনকে পিষে দিল পুলিশ কর্তার ছেলে

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ