এই মুহূর্তে




‘অপারেশন সিঁদুরে’ গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি নতুন করে গড়ল পাকিস্তান




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: অপারেশন সিঁদুরে পাকিস্তানের হাল যে বেহাল হয়েছিল তা আজ গোটা বিশ্ব জানে। যদিও ভারতের বীরত্বে পাকিস্তানের ক্ষতিক্ষতি হয়েছে তা স্বীকার করতেই চায়নি ইসলামাবাদ। বরং তারা তাদের দেশবাসীকে শোভাযাত্রা বের করার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছে বারবার যে, পাকিস্তান ভারতকে যুদ্ধে নাস্তানাবুত করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মে মাসে অপারেশন সিঁদুরে ভারতের নির্ভুল সামরিক হামলার সময় ধ্বংস হওয়া পাক সন্ত্রাসী লঞ্চপ্যাড এবং প্রশিক্ষণ শিবিরগুলির পুনর্নিমাণ শুরু করেছে পাকিস্তান।

পাকিস্তানি সেনাবাহিনী, গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং সরকারের পূর্ণ সহায়তায়, মূলত পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) এবং সংলগ্ন অঞ্চলে সন্ত্রাসী অবকাঠামোর এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি পুনর্গঠনের জন্য একটি সম্মিলিত প্রচেষ্টা চলছে।

গোয়েন্দা সূত্র অনুসারে, নজরদারি এবং আক্রমণ এড়াতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ঘন বনাঞ্চলে ছোট এবং উচ্চ প্রযুক্তির সন্ত্রাসী স্থাপনা তৈরি করা হচ্ছে। অপারেশন সিঁদুর লস্কর-ই-তৈবা (এলইটি), জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিন এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর মতো গোষ্ঠীগুলির দ্বারা ব্যবহৃত একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার কয়েক সপ্তাহ পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুনঃনির্মাণ করা হচ্ছে এমন ক্যাম্পগুলির মধ্যে লুনি, পুটওয়াল, টিপু পোস্ট, জামিল পোস্ট, উমরানওয়ালি, চাপরার ফরোয়ার্ড, ছোট চক এবং জঙ্গলোরার মতো এলাকা রয়েছে। এখান্নে থাকা সন্ত্রাসী ক্যাম্পগুলিই আগে ধ্বংস করা হয়েছিল। গোয়েন্দা সূত্রগুলি বলছে যে এই সাইটগুলিকে এখন আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত করা হচ্ছে যাতে উত্তাপ, র‍্যাডার এবং স্যাটেলাইট থেকে সুরক্ষিত থাকে।

কেল, সার্ডি, দুধনিয়াল, আথমুকাম, জুরা, লিপা, পাচিবান, কাহুতা, কোটলি, খুইরাত্তা, মান্ধার, নিকাইল, চামানকোট এবং জানকোটে নতুন সন্ত্রাসী অবকাঠামো তৈরি করা হচ্ছে। এই স্থানগুলিতে পৌঁছানো কৌশলগতভাবে ভাবে কঠিন। পাহাড় আর ঘন গাছপালার জন্য এই স্থানগুলি বেছে নেওয়া হয়েছে যা ড্রোন এবং স্যাটেলাইট নজরদারি থেকে লুকিয়ে থাকার জন্য সুবর্ণ সুযোগ তৈরি করবে।

সূত্র নিশ্চিত করেছে যে আইএসআই বৃহৎ প্রশিক্ষণ শিবিরগুলিকে ছোট ছোট ভাবে বিভক্ত করে ছড়িয়ে ছিটিয়ে রাখার পরিকল্পনা তৈরি করেছে। প্রতিটিতে একসঙ্গে ২০০ জনেরও কম সন্ত্রাসী থাকবে হয়তো। ভারতীয় বিমান হামলার ক্ষেত্রে এক জায়গায় সন্ত্রাসীদের বৃহৎ ঘনত্ব এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই মিনি-লঞ্চপ্যাডগুলির প্রতিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেখানে পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট থেকে আসা বিশেষভাবে প্রশিক্ষিত রক্ষীরা থাকবে, যারা থার্মার সেন্সর, লো-ফ্রিকোয়েন্সি র‍্যাডার সিস্টেম এবং ড্রোন প্রতিরোধ ব্যবস্থার মতো উন্নত নজরদারি সরঞ্জাম দিয়ে সজ্জিত থাকবে।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সম্প্রতি বাহাওয়ালপুরে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ইঙ্গিত পেয়েছে। এই বৈঠকে জৈশ, লস্কর, হিজবুল মুজাহিদিন, টিআরএফের সিনিয়র কমান্ডাররা এবং আইএসআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দক্ষিণ পঞ্জাবের বাহাওয়ালপুর ছিল অপারেশন সিন্দুরের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। শহরটি মাসুদ আজহারের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মহম্মদের সদর দফতর হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এই গোষ্ঠীটি ২০০১ সালের সংসদ হামলা এবং ২০১৯ সালের পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলা সহ ভারতে বেশ কয়েকটি হাই-প্রোফাইল হামলার দায় স্বীকার করেছে বা এর সঙ্গে যুক্ত থেকেছে।

জানা গিয়েছে, বৈঠকে কমান্ড চেন পুনর্গঠন, সম্পদ পুনর্বণ্টন এবং পাকিস্তান ও কাশ্মীর উভয় ক্ষেত্রেই নিয়োগ অভিযান শুরু করার ওপর আলোকপাত করা হয়েছিল। আইএসআই এই শিবিরগুলির পুনঃপ্রতিষ্ঠা তত্ত্বাবধান করছে বলে জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে যে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর মতো প্রতিষ্ঠান থেকে পাকিস্তান যে আন্তর্জাতিক আর্থিক সহায়তা পেয়েছে তার একটি অংশ এই সন্ত্রাসী শিবিরগুলির পুনর্গঠনের জন্য ব্যয় করা হচ্ছে।

পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৭মে গভীর রাতে পাকিস্তানের উপর চালানো হয়ে স্ট্রাইক। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছিল এই ওভিযাবে। মারা গিয়েছিল একশোর বেশী জঙ্গি। হামলা চালানো হয়েছিল ভারতের এয়ারস্পেস থেকে। সূত্রের খবর, ভাওয়ালপুর, মুরিদকে, কোটলি, গুলপুর, সাওয়াই, সরজল, বারনালা, মুজ্জফরাবাদ ও মেহমুনাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ভারত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

মর্মান্তিক! তিন নাবালক সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, কারণ খুঁজছে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ