-273ºc,
Friday, 2nd June, 2023 4:42 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ধাক্কা খেল সার্চ ইঞ্জিন গুগল। আগামী ৩০ দিনের মধ্যে সিসিআইয়ের তরফে ধার্য করা জরিমানা জমা দেওয়ার জন্য আলফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন সংস্থাকে বুধবার নির্দেশ দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)। এদিন এনসিএলএটি’র দুই সদস্যের বেঞ্চের পক্ষ থেকে গুগলের আর্জি খারিজ করে দিয়ে জানানো হয়েছে, সিসিআইয়ের জরিমানার নির্দেশে কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায় না।
গত বছরের অক্টোবরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য বজায় রাখতে গিয়ে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করার দায়ে আলফাবেট ইনকরপোরেটেডের আওতাধীন গুগলকে ১,৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই)। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার দাবি অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলির লাইসেন্সও দিয়ে থাকে তারা। তাই স্মার্টফোট হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। ফলে অন্যান্য সংস্থাগুলি প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে।
সিসিআইয়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় গুগল। এদিন অবশ্য আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন সংস্থাকে ধাক্কা দিয়েছে এনসিএলএটি। আগামী ৩০ দিনের মধ্যেই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।