এই মুহূর্তে




‘জঙ্গিদের বোন’ মন্তব্যের জন্য বিজয় শাহের বিরুদ্ধে ‘সিট’ গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের




নিজস্ব প্রতিনিধি: ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলায় কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের। পহেলগাঁও হামলায় ২৬ প্রাণ কাড়ার বদলা নিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা মুখ হলেন কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। গত ৮ মে তাঁদের প্রেস ব্রিফিং গোটা দেশের নজর কেড়ে নিয়েছে। এরপর থেকেই আলোচনায় রয়েছেন এই দুই মহিলা আধিকারিক। কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ বিরতি চুক্তি হতেই মোদির তুলোধনা করতে শুরু করেছে বিরোধী দল। সেখানে নিস্তার পাচ্ছেন না দুই মহিলা আধিকারিকও। যেমন, সম্প্রতি কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করে আইনী বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ। যদিও তিনি মোদির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অপারেশন সিঁদুর-এর প্রশংসা করে বিজয় শাহ বলেছেন, ‘যাঁরা আমাদের বোনেদের সিঁদুর কেড়ে নিয়েছে, তাঁদের সায়েস্তা করতে তাঁদের বোনকেই পাঠিয়েছে মোদি জি। যাঁরা আমাদের ভাইকে নগ্ন করেছে, তাঁদের বোনকে পাঠিয়েই তাঁদের নগ্ন করা হয়েছে।’ এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তোলপাড় শুরু হয়। আইনি বিপাকে পড়েছেন তিনি। মধ্যপ্রদেশের হাইকোর্ট যত তাড়াতাড়ি সম্ভব তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে এবং একাধিক আইনী ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। বাঁচতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখান থেকেও তিরস্কার পেয়েছেন বিজয় শাহ।

এমনকী একজন মহিলা সামরিক অফিসারের প্রতি অবমাননাকর ও সাম্প্রদায়িক মন্তব্যের জন্য বিজয় শাহের ক্ষমা চাওয়ার আবেদনও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি নির্দেশ দিয়েছে যে, এখন থেকে তিন সদস্যের দুঁদে আইপিএস অফিসারদের একটি টিম তাঁর বিরুদ্ধে মামলাটি তদন্ত করবে। তাঁর বিরুদ্ধে সিট গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন যে, ‘আপনি আন্তরিক ভাবে ক্ষমা চাননি। আপনি কী ধরণের ক্ষমা চেয়েছেন? ক্ষমা চাওয়ার কিছু অর্থ আছে। কখনও কখনও মানুষ কেবল বিচারের কাজ থেকে সরে যাওয়ার জন্য বিনয়ী ভাষা ব্যবহার করে, আবার কখনও কখনও কুমিরের অশ্রু বর্ষণ করে। আপনি এমন ধারণা দিতে চেয়েছেন যে, আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। এই ধরনের ভাষা উচ্চারণের আগে মন্ত্রীর বিচক্ষণ হওয়া উচিত ছিল। কারণ এটি সশস্ত্র বাহিনীর জন্য একটি আবেগপ্রবণ বিষয়। আপনাকে পরিণাম ভোগ করতে হবে।”

যদিও এই বিষয়ে মন্ত্রী ক্ষমা চেয়ে বলেছেন যে, “বোন সোফিয়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বয়ে এনেছেন।আমরা স্বপ্নেও তাকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও, যদি আমার কথা সমাজ ও ধর্মকে আঘাত করে থাকে, তাহলে আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভারতবিরোধী কার্যকলাপের’ জন্য নাগরিকত্ব চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ প্রবাসী অধ্যাপিকার

মায়ের প্রেমিকের ধর্ষণের শিকার হয়ে মৃত্যু আড়াই বছরের শিশুর, নৃশংস ঘটনা মুম্বইয়ে

সাঙ্ঘাতিক তথ্য প্রকাশ্যে, ৩ দিনেই গোয়েন্দাদের জালে ১১ পাকিস্তানি গুপ্তচর

পাকিস্তানে ‘সিক্রেট কিলারের’ হাতে মৃত্যু হয়েছে একের পর এক সন্ত্রাসীর, তালিকা দেখলে চমকে যাবেন

‘মাতালকে বিয়ে করব না’- ছাদনাতলায় যাওয়ার আগেই বিয়ে ভাঙলেন কনে

৬,২১০ কোটি প্রতারণা মামলায় গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন শীর্ষকর্তা সুবোধ গোয়েল

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ