এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

দিল্লির অফিসার নিয়ন্ত্রণে আনতে রাজ্যসভায় বিল পাশের আর্জি

নিজস্ব প্রতিনিধি: লোকসভায় প্রস্তাব উঠেছিল এবার দিল্লির অফিসারদের রাশ টানতে হবে। সোমবার রাজ্যসভায় সেই প্রস্তাব নিয়ে যাওয়া হচ্ছে। দিল্লির অফিসারদের নিয়ন্ত্রণ করতে পাশ হতে পারে একটি বিল বলে অনুমান।

আজই রাজ্যসভায় বিল সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন বিরোধীরা। যদিও বিরোধীরা সাফ জানিয়ে দিয়েছে, নবীন পট্টনায়কের বিজেডি এবং অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেসের সমর্থনের কারণে এটি একটি মসৃণ যাত্রা হবে বলে আশা করা হচ্ছে।

 দিল্লির গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি চলতি বছরেই সংশোধনী বিল পেশ করেছিল লোকসভায়। দিল্লি সরকারের থেকে আমলাদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই লোকসভায় বিরোধীদের সেই প্রস্তাবের মান থাকে। বৃহস্পতিবার বিরোধীদের ওয়াকআউটের ফলে লোকভোটে সেই বিল পাশ সিদ্ধান্ত নেওয়া চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, বর্তমানে রাজ্যসভায় একেবারে কোণঠাসা এনডিএ। রাজ্যসভায় তাঁদের সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা দাঁড়িয়েছে ১১৯। বিজেপি এবং তার সমর্থদের সদস্য সংখ্যা ১০৫ জন। এদিকে, বিজু জনতা দল এবং অন্ধ্র প্রদেশের ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন পাবে, যার প্রত্যেকটিতে নয়জন সাংসদ রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন দলটিও মনোনীত পাঁচজন এবং দুইজন স্বতন্ত্র এমপির সমর্থনে আত্মবিশ্বাসী, এক্ষেত্রে তাঁদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০। 

বিরোধী জোটের পক্ষে ১০৪ জন সাংসদ রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ এবং কার্যধারায় উপস্থিত নাও হতে পারেন বলে অনুমান। আম আদমি পার্টির সঞ্জয় সিংকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। মায়াবতীর বহুজন সমাজ পার্টি এবং অন্য দুটি দল, যাদের প্রত্যেকের একজন সদস্য রয়েছে, তারাও অংশ নেবে না। কোনও অনুপস্থিতি সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা কমিয়ে আনবে এবং বিলটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বিরোধীরা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রচেষ্টার মাধ্যমে বিলটি আটকাতে সমাবেশ করেছিল। বিতর্ক তাঁদের নিজেদের কথা বলার সুযোগ দেবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। 

জানা গিয়েছে, গত মে মাসেই বিল পাশের প্রস্তাবনা এসেছিল। সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করে দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে নির্বাচিত সরকারের হাতে তুলে দেয়। কেন্দ্র এবং অরবিন্দ কেজরিওয়াল সরকারের মধ্যে আট বছরের দ্বন্দ্বের পরে, সুপ্রিম কোর্ট রায় দেয় নির্বাচিত সরকারই দিল্লির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে।

 সেইমতো, দিল্লি রাজধানী সিভিল সার্ভিসেস অথরিটি তৈরি হয়। যা দিল্লিতে কর্মরত আমলাদের পোস্টিং এবং বদলির দায়িত্বপ্রাপ্ত ভূমিকা গ্রহণ করবে। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং প্রিন্সিপাল হোম সেক্রেটারি হলেন সদস্য। যাঁরা বিভিন্ন ইস্যুতে ভোট দিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লেফটেন্যান্ট গভর্নর।

মিঃ কেজরিওয়ালের এএপি দাবি করেছে, নতুন নিয়ম এমন একটি নজির তৈরি করবে যা কেন্দ্রকে যে কোনও রাজ্যে, যে কোনও নির্বাচিত সরকারকে সাইডলাইন করতে এবং শাসনের নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।  

বিরোধীদের অগ্রাধিকার হল তাদের জোট বাঁচানো। বিরোধীরা মণিপুর নিয়ে চিন্তিত নয়। দিল্লি একটি রাজ্য নয়, একটি কেন্দ্রশাসিত অঞ্চল।  দিল্লির জন্য আইন প্রণয়নের অধিকার সংসদের আছে বলে মত কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের। তাই, উচ্চকক্ষে বিলটি উত্থাপন করবে বলে জানিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেজরির জামিনের কথা বিবেচনা করা হচ্ছে, ইডিকে জানাল সুপ্রিম কোর্ট

সমনামীদের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিতে রাজি হল না সুপ্রিম কোর্ট

রায়বরেলিতে মনোনয়ন দাখিল করলেন রাহুল, সঙ্গে সোনিয়া-প্রিয়াঙ্কা

২০২৩ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশে খুন ৫ সাংবাদিক

নারী সঙ্গের অভিযোগ ওঠায় ইস্তফা দিয়েছিলেন মেঘালয়ের রাজ্যপাল

২০০০ কোটি টাকা-সহ আটক ট্রাক, কোথায় যাচ্ছিল বিশাল পরিমাণ টাকা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর