এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নির্বিঘ্নের ভোটগ্রহণ চলছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে চলতি বছরের শেষ দিকে দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচন(Assembly Election) কার্যত সেমিফাইনাল রাউন্ড হয়ে উঠেছে। এদিন অর্থাৎ শুক্রবার মধ্যপ্রদেশের(Madhya Pradesh) বিধানসভার ২৩০টি আসনে ভোটগ্রহণ চলছে সকাল থেকেই। একই সঙ্গে ছত্তিশগড়(Chhattisgarh) বিধানসভার ৭০টি আসনেও ভোটগ্রহণ(Polling) চলছে। দুটি রাজ্যেই সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকাল ৫টা অবধি। তবে ছত্তিশগড়ের মাও প্রভাবিত কিছু বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে দুপুর ৩টে পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত দুই রাজ্য থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণের খবর পাওয়া গিয়েছে। কোথাও কোনও অশান্তির আঁচ মেলেনি।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা ১১৬। কয়েকটি জনমত সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে গত বারের মতোই এ বারও কোনও দলই তা ছুঁতে পারবে না। সে ক্ষেত্রে ‘নির্ণায়ক হয়ে উঠতে পারে নির্দল ছোট দলগুলির বিধায়কদের ভূমিকা। এদিন এক দফাতেই ভোট হচ্ছে মধ্যপ্রদেশে। প্রধান দুই দল শাসক বিজেপি এবং প্রাক্তন শাসক কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছে এই রাজ্যে। সব আসনে প্রার্থী দিয়েছে বহুজন সমাজবাদী পার্টিও। এছাড়াও সমাজবাদী পার্টি ৮০, আম আদমি পার্টি ৬৯, জেডিইউ ৫, সিপিআই ৯টি এবং সিপিএম ৪টি আসনে আলাদা আলাদা ভাবে লড়ছে। সব মিলিয়ে ২,৫৩৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন রাজ্যের ৫ কোটি ৬০ লক্ষের বেশি ভোটদাতা। মধ্যপ্রদেশে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। তিনি লড়াই করছেন বুধনি বিধানসভা কেন্দ্র থেকে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের পাশাপাশি রয়েছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী— নরেন্দ্র সিংহ তোমর, প্রহ্লাদ পটেল ও ফগ্গন সিংহ কুলস্তেও এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। প্রার্থী হিসাবে আছেন রাজ্যের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কমলনাথ। তিনি ছিন্দওয়াড়ায় প্রার্থী হয়েছেন।

অন্যদিকে ছত্তিশগড়ে এদিন দ্বিতীয় দফার ভোট হচ্ছে। এর আগে প্রথম দফায় সেখানে মাওবাদী অধ্যুষিত ২০টি আসনে ভোটগ্রহণ সেরে ফেলা হয়েছে গত ৭ নভেম্বর। এদিন বাকি ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে। ২০১৮ সালে এই রাজ্যে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। এদিন ভোট হচ্ছে রায়পুর, বিলাসপুর, ভিলাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরে। দ্বিতীয় দফায় নির্ধারিত হবে ৯৫৮ জন প্রার্থীর ভাগ্য। এদের মধ্যে আছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। তিনি পাটন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ত্রিভুবনেশ্বর শরণ সিংহদেও। তিনি অম্বিকাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। বিধানসভার স্পিকার তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চরণদাস মহন্তের ভাগ্যও এদিন নির্ধারিত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কর্নাটক বিজেপির মুসলিম বিদ্বেষী পোস্ট সরাতে ‘এক্স’কে নির্দেশ নির্বাচন কমিশনের

সমর্থন প্রত্যাহার তিন নির্দল বিধায়কের, হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতা হারাল বিজেপি সরকার

১০ বছরে ২২ জনকে বিলিওনিয়ার বানিয়েছেন মোদি, খোঁচা রাহুলের

২৬ হাজারের চাকরি বাতিলে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

হাতের বদলে পা দিয়ে ভোট দিয়ে দায়িত্ব পালন গুজরাতি যুবকের

কেজরির অন্তর্বর্তী জামিন নিয়ে কোনও সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর