এই মুহূর্তে




বেনজির দৃশ্যের সাক্ষী শীর্ষ আদালত, এজলাসেই ফুল বিনিময় করে বিয়ের প্রস্তাব ধর্ষক ও নির্যাতিতার




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক বেনজির দৃশ্যের সাক্ষী থাকল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার (১৫ মে) শীর্ষ আদালতের এজলাসে ধর্ষণের দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষক ও নির্যাতিতা অতীত ভুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন এবং সৌজন্য হিসাবে ফুলের তোড়া বিনিময় করেন। আর ওই অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকেন বিচারপতি থেকে শুরু করে আইনজীবীরা। করতালি দিয়ে দুজনকে অভিনন্দিত করেন আইনজীবী এবং অন্যান্যরা।

২০২১ সালে পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ করেন, ফেসবুকের সূত্রেই ধর্ষকের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার পর ঘনিষ্ঠতা বাড়ে। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ২০১৬ সাল থেকে একাধিকবার ধর্ষণ করা হয়। বিয়ের জন্য চাপ দেওয়া হলে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত। জানায়, মায়ের আপত্তি থাকায় তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। গত বছর ৫ সেপ্টেম্বর নিম্ন আদালতের বিচারক অভিযুক্তকে একাধিক অপরাধের কারণে ১০ বছরের জেলের সাজা শোনায়। ওই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় অভিযুক্ত। কিন্তু মাদ্রাজ হাইকোর্ট নিম্ন আদালতের রায়ে হস্তক্ষেপ করেনি। বরং সাজার মেয়াদ বহাল রাখে। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিযুক্ত। বিচারপতি বিভি নাগারত্না এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার এজলাসে ওই মামলার শুনানি চলছিল।

বৃহস্পতিবার নাটকীয় মোড় নেয় মামলা। সাজাপ্রাপ্ত ধর্ষক ও নির্যাতিতার তরফে আইনজীবীরা জানান অতীত ভুলে দুজনেই নতুন করে সংসার পাততে রাজি। ওই কথা শুনে বিচারপতিরা খানিকটা থ মেরে যান। শেষ পর্যন্ত অভিযুক্তকে নির্যাতিতা মহিলাকে প্রথমে ফুল তুলে দিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য নির্দেশ দেন।এর পরেই দুজনে নিজেদের মধ্যে হাসিমুখে ফুল বিনিময় করেন।

ওই দৃশ্য দেখে করতালি দেন উপস্থিত আইনজীবীরা। পর্যবেক্ষণে শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, ‘এটা স্পষ্ট যে অভিযুক্ত এবং নির্যাতিতা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দুজনের বিয়ের বিষয়টি তাদের নিজ নিজ বাবা-মা দ্বারা ঠিক করা হবে এবং আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে সম্পন্ন হয়। উপরোক্ত পরিস্থিতিতে আমরা সাজা স্থগিত করছি এবং আবেদনকারীকে জামিনে মুক্তি দিচ্ছি।’ বিচারপতিরা জানান, সাজাপ্রাপ্তকে কারাগারে ফিরে যেতে হবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দায়রা আদালতে হাজির করা হবে। সংশ্লিষ্ট দায়রা আদালত তাকে জামিনে মুক্তি দেবে এবং যে শর্ত আরোপ করা উপযুক্ত বলে মনে হবে সেই শর্ত আরোপ করবে।’ আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইয়েলো ম্যাজিক’-এ লুকিয়ে ফাঁদ? সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

সত্যিই কী জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয়, বিজ্ঞান কী বলছে?

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

মালদায় ‘ম্যাঙ্গো হাব ‘করার দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি আম ব্যবসায়ী সংগঠনের

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ