-273ºc,
Saturday, 3rd June, 2023 4:21 am
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তীর-ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন সঞ্জয় রাউত। জানিয়েছেন, এটা তাঁর মুখের কথা নয়। এই দুই হাজার কোটি টাকা লেনদেন কাদের মধ্যে হয়েছে, তার সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। রাউত বলেন, একনাথ শিন্ডে শিবিরের এক নেতাই তাঁকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই সঙ্গে তুলে দিয়েছেন লেনদেন সংক্রান্ত নথি। নিজের টুইটার হ্য়ান্ডেলে সঞ্জয় রাউতের টুইট – আমি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি শিবসেনা নাম ও প্রতীক পাওয়ার জন্য দুই হাজার কোটির একটি ডিল হয়েছে। এটা প্রাথমিক তথ্য এবং তথ্য একেবারে খাঁটি। আগামীদিনে আরও বিস্ফোরক তথ্য পেশ করব। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও একটি দলে প্রতীক ও নাম পেতে এই বিশাল পরিমাণ টাকার লেনদেন হয়েছে।
ঠুকেছেন নির্বাচন কমিশনকেও। বলছেন, কমিশন তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরকে দেওয়ার মধ্য দিয়ে ডিল করেছে। কমিশনের এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক নয়। টাকা পেয়েছেন। তাই প্রাপ্তি স্বীকার করতে বালাসাহেব ঠাকরের তীর-ধনুক প্রতীক শিন্ডে শিবিরের হাতে তুলে দিয়েছেন।
সঞ্জয় রাউত মুখে একনাথ শিন্ডের নাম না করলেও বার্তা যে তাদের দেওয়া হয়েছে, সেটা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী শিন্ডে মুখ খুলেছেন। দাবি খারিজ করে তাঁর পাল্টা প্রশ্ন, সঞ্জয় রাউত ক্য়াশিয়ার নাকি। রাজনৈতিক মহল মনে করছে, প্রতীক তরজা অব্যাহত থাকবে।
আরও পড়ুন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উদ্বব শিবির