এই মুহূর্তে




বাংলোয় ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে বিচারপতির বদলির সম্পর্ক নেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলো থেকে ‘টাকার পাহাড়’ উদ্ধারের সঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বদলির কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শীর্ষ আদালতের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বদলির প্রক্রিয়ার সঙ্গে তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের অভিযোগের তদন্তের সাথে সম্পর্কিত নয়। সুপ্রিম কোর্টের  নির্ধারিত পদ্ধতি অনুসারে অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে।’ একই সঙ্গে এও বলা হয়েছে, বিচারপতির বদলি নিয়ে যে সমস্ত সংবাদ প্রচার হচ্ছে তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক।

উল্লেখ্য, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে তোলপাড় গোটা দেশ। হোলির সময়ে বিচারপতি বর্মার দিল্লির বাংলোয় আগুন লেগেছিল। সেই সময় অবশ্য বাড়িতে বিচারপতি কিংবা তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। আগুন নেভাতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় দমকল কর্মীদের। বাড়ির বিভিন্ন আংশ থেকে রাশি-রাশি টাকার খোঁজ মেলে। দমকলের তরফে বিষয়টি জানানো হয় দিল্লি পুলিশকে। আর দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টের গোচরে আনা হয় বিষয়টি। এক কর্মরত বিচারপতির বাড়ি থেকে রাশি-রাশি টাকা উদ্ধারের পিছনে যে ‘ডাল মে কুছ কালা হ্যায়’ তা নিয়ে কোনও সন্দেহ হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার।

গতকাল বৃহস্পতিবারই (২০ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকেই অভিযুক্ত বিচারপতি যশবন্ত বর্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়কেও এ বিষয়ে শুক্রবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন দেশের প্রধান বিচারপতি।

কর্মরত বিচারপতির বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিচার ব্যবস্থার স্বচ্ছতা। যদিও বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে তীব্র উষ্মা প্রকাশ করে বলা হয়েছে, ‘এলাহাবাদ হাইকোর্ট কোনও আস্তাকুঁড়ে নয়। অভিযুক্ত এবং কলঙ্কিত কোনও বিচারপতিকে মেনে নেওয়া হবে না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২২ ঘণ্টা হেঁটে বৈসরনে পৌঁছেছিল জঙ্গিরা, তদন্তে বিস্ফোরক তথ্য

পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

শেষ মুহুর্তের প্রস্তুতি, রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর