এই মুহূর্তে

করোনা পরবর্তী সময় পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপ, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিনিধি: করোনা সংক্রমণে গোটা বিশ্বেই জারি হয়েছে অতিমারী পরিস্থিতি। আর এর জেরে ভারতে বিগত দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। অপরদিকে দীর্ঘ লকডাউনে বহু মানুষের রোজগারে টান পড়েছে। সবমিলিয়ে এই অতিমারী পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পঠনপাঠন। এছাড়াও বহু পড়ুয়া অভিভাবকহীন হয়ে পড়ে। কারোর শুধু বাবা অথবা মা-কে কেড়ে নিয়েছে করোনা, কেউ আবার মা-বাবা দুজনকেই হারিয়ে একেবারে অনাথ হয়েছে। ফলে তাঁদের পক্ষে পরাশোনা চালিয়ে যাওয়া দুস্কর হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়? কোনও স্কলারশিপ পাওয়া যাবে কিনা সে সম্বন্ধে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক। এই অক্টোবর এবং নভেম্বরেই এই তিনটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

সেন্ট্রাল সেক্টর স্কিম (NSP) অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি

দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাঁদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন্তত ৮০ শতাংশ নম্বর পেতে হবে। যে সকল মেধাবী পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি থেকে আসছেন, তাঁদের পড়াশোনা করার জন্য দৈনন্দিন খরচ প্রদান করা হয় এই স্কলারশিপের মাধ্যমে। যদি কোনও পড়ুয়া মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে পড়াশোনা করছেন তাঁদের অবশ্যই কোনও AICTE, Dental Council of India (DCI), Medical Council of India অনুমোদিত কোনও সংস্থায় পড়তে হবে। যারা এই স্কলারশিপ পাবে তাঁদের পারিবারিক আয় বার্ষিক আট লাখ টাকার নীচে হতে হবে। তবে যারা সেন্ট্রাল সেক্টর স্কিম (NSP) অফ স্কলারশিপ ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি গ্রহন করবেন, তাঁরা অন্য কোনও স্কলারশিপ পাবেন না। বাৎসরিক ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে।

আবেদন করার জন্য এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রার্থীদের-https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction

BYPL SASHAKT স্কলারশিপ ২০২১-২২

Yamuna Power Limited(BYPL) এই স্কলারশিপ দিয়ে থাকে। যে সকল পড়ুয়ারা স্নাতক স্তরের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন, তাঁরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারেন। তবে আবেদন করার জন্য দিল্লির কোনও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে ওই পড়ুয়াকে। মূলত সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়। শেষ পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। এবং পারিবারিক আয় হতে হবে বার্ষিক ৬ লক্ষ টাকা। স্কলারশিপের মূল্য ৩০ হাজার টাকা পর্যন্ত।

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে www.b4s.in/it/BYPL1 ওয়েবসাইটে।

Tata Capital Pankh স্কলারশিপ প্রোগ্রাম ২০২১-২২

Tata Capital Limited এই স্কলারশিপ প্রদান করে, মূলত ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হয়। আবেদনকারীদের ৬-১২ ক্লাস অথবা পলিটেকনিক, ডিপ্লোমা স্তরের পড়ুয়া হতে হবে। পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এবং পারিবারিক আয় হতে হবে বার্ষিক ৪ লাখ টাকার কম। এছাড়া এই করোনাকালে যে সমস্ত পড়ুয়া তাঁদের বাবা-মা দুজনকেই হারিয়েছে তাঁরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। মোট টিউশন ফি-র ৮০ শতাংশ স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। তবে আবেদনের শেষ সুযোগ আগামী ১৫ অক্টোবর, ২০২১।

আবেদন করুন https://www.tatacapital.com/sustainability/affirmative-action.html এই ওয়েবসাইটে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টেটের পথে কাঁটা বিছিয়ে মামলা কলকাতা হাইকোর্টে

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ফের শুরু হচ্ছে দূরশিক্ষার কোর্স

দশম শ্রেণি পাসেই মিলবে রেলে চাকরি, দ্রুত আবেদন করুন

খড়গপুর IIT-র পড়ুয়াদের ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে ফেরার নির্দেশ

NTPC- গুরুত্বপূর্ণ পদে নিয়োগ! শূন্যপদ ১৭৭টি

ব্যাঙ্ক অফ বরোদায় বহু শূন্যপদে মোটা বেতনের চাকরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর