27ºc, Haze
Friday, 24th March, 2023 9:32 pm
নিজস্ব প্রতিনিধি: ভক্তদের কাছে হাসির খোরাক হলেও দেশবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় বাংলা দেশের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নানারকম বিকৃতির ছবি-ভিডিও দিয়ে আলোচিত হচ্ছেন তিনি। দেখতে একেবারেই হিরো সুলভ নয়, ফিগারও নেই তেমন, প্রতিভাবানও নয়, কিন্তু এত কিছু না থাকা সত্ত্বেও নেটিজেনদের সর্বদা হাসিয়ে চলেছেন হিরো আলম। যদিও তিনি ভালমতই নিজের প্রতিভা জাহির করার চেষ্টা করেন না কেন, দর্শকদের কাছে সবটাই হাস্যরসে পরিণত হয়। এহেন বিকৃতিমূলক কান্ড কারখানার জন্য মাঝে মধ্যেই বিপাকে পড়ে যান হিরো আলম। এমনকি পুলিশের কাছেও তলব পড়েছিল তাঁর একাধিকবার। কিন্তু কোনটাতেই কোনও পাত্তা দেন না হিরো আলম।
গত মাসেই হিরো আলম বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কিন্তু জিততে পারেননি। সম্প্রতি দেশ ছেড়েছেন আলম। দুবাইয়ে গিয়েছেন একটি অনুষ্ঠানে অংশ নিতে। এতদিন দেশের মধ্যে অতিথি হিসেবে দেখা গেলেও এবার তিনি অতিথি হিসেবে দেশের বাইরেও পাড়ি দিচ্ছেন। কয়েকদিন আগে এ ব্যাপারে একটি ভিডিও বার্তায় হিরো আলম জানিয়েছিলেন, একটি জুয়েলারি দোকানের উদ্বোধনের জন্য ডাক পড়ে তাঁর, তাই দুবাই গিয়েছেন তিনি।
আগামী ১৫ মার্চ দোকানের উদ্বোধন। ইতিমধ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টায় দুবাইয়ের উদ্দেশে রওনা দেন তিনি। বিমানের ভেতর থেকে নিজের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করে হিরো আলম বলেন, ‘শুভ রাত্রি। আল্লাহর অশেষ রহমতে এখন আছি ইয়ারে, রওনা হলাম দুবাইয়ের উদ্দেশে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।’