27ºc, Haze
Friday, 24th March, 2023 10:34 pm
নিজস্ব প্রতিনিধি: বলিউডে দীর্ঘ কয়েক বছরের ক্ষরা কাটিয়েছে শাহরুখের বহু প্রতীক্ষিত ‘পাঠান’। যার হাত ধরে বলিউডে লক্ষী ঢুকেছে। বিশ্বজুড়ে বক্স অফিসে ১০৪৫ কোটি উপার্জন করেছে পাঠান। আগামী ২৭ মার্চ থেকে ওয়েব প্লাটফর্মে রাজত্ব করবে পাঠান। যাই হোক, বলিউডের রোয়াব এখন শীর্ষমানের। কেননা পাঠানের পরেও বলিউডে মুক্তিপ্রাপ্ত একাধিক ছবি ধীরে ধীরে সাফল্যের চূড়ায় নিয়ে যাচ্ছে বলিউডকে। গত ৮ মার্চ রিলিজ করেছে, রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের প্রথম জুটিবদ্ধ সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কর’। মুক্তির দিন থেকেই বক্সঅফিসে রীতিমতো রাজত্ব শুরু করেছে লাভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি ম্যায় মক্কর’। ইতিমধ্যেই ১০০ কোটি অতিক্রম করে ফেলেছে ছবি।
তবে ভারতীয় বক্স অফিসে শনিবার থেকেই ভালো ফলাফল করছে। কারণ শুক্রবারে মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। বক্সঅফিসে দারুণ প্রশংসা পাচ্ছে রানির অভিনয়। এদিকে শুক্রবারই মুক্তি পেয়েছে ‘কপিল শর্মার’ ‘জুগ্যাটো’। ‘তু ঝুঠি মে মক্কর’-এর রোজগার শুক্রবার ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের বিস্ময়কর ভাবে আয় ৯০ শতাংশ বেড়েছে৷ দুটি ফিল্মই রবিবার স্বাস্থ্যকর উইকএন্ড ব্রেক করার গতিতে রয়েছে। এদিকে Kabzaa এবং Zwigato শনিবার নিঃসন্দেহে কম সংগ্রহ রেকর্ড করেছে।
রণবীর-শ্রদ্ধার তু ঝুথি আমি মক্কার, শনিবার ৫.৭০ কোটি আয় করেছে। মাত্র ১১ দিনেই ছবিটি ৯০ কোটির অধিক সংগ্রহ করে ফেলেছে। ধারণা, মঙ্গলবারের মধ্যে, তু ঝুঠি ম্যায় মক্কর ১০০ কোটি অতিক্রম করবে। Covid-19 থেকে ১০০ কোটি টাকার অঙ্কটি মাত্র ৮ বার লঙ্ঘন করেছে। রণবীর-শ্রদ্ধা অভিনীত ছবিটি নয় নম্বরে স্থান নেবে। এই ছবির আন্তর্জাতিক সংগ্রহ ৪ মিলিয়ন ডলার। অন্যদিকে মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে দ্বিতীয়দিনে একটি দুর্দান্ত আয় করেছে। ছবিটি শনিবার ২.২০ কোটি রুপি নেট সংগ্রহ করেছে। ছবির ২ দিনের মোট সংগ্রহ ৩.৩৫ – ৩.৪০ কোটি টাকা। ইতিমধ্যেই নরওয়ে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে আবির্ভূত হতে চলেছে। এদিকে Kabzaa এবং Zwigato উভয়ই দুই দিনে ৫০ লাখের নিচে উপার্জন করেছে।