24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:34 pm
নিজস্ব প্রতিনিধি: বলিউড খিলাড়ি কুমার অক্ষয় কুমারের দিনকাল মোটেও ভালো যাচ্ছে না। কারণ গত ২ বছর ধরেই তাঁর অভিনীত একের পর এক ছবি ফ্লপের পর্যায়ে অবস্থান করেছে। সম্রাট পৃথ্বীরাজ থেকে রক্ষাবন্ধন, রামসেতু, সেলফি সবটাই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। অথচ পারিশ্রমিক কিছুতেই কমার নয় নায়কের। তবে একের পর এক ছবি ফ্লপের জের নায়কের কেরিয়ারের উপরেও পড়ছে। যাই হোক, এই মুহূর্তে অক্ষয় কুমার তাঁর ‘দ্য এন্টারটেইনার্স’ দলবল নিয়ে বিদেশে কনসার্ট করে বেড়াচ্ছেন। তবে যাই বলুন না কেন, অজস্র ফ্লপ ছবি দেওয়ার পরেও নায়কের খ্যাতি একইরকম রয়েছে। এখনও মার্কেটে তাঁর ডিমান্ড কম কিছু নেই।
সম্প্রতি টুইঙ্কেল খান্নার চ্যাট শোতে উপস্থিত হয়ে তারকা শেফ সঞ্জীব কাপুর জানালেন, তাঁর বায়োপিকে অক্ষয় কুমারকে দেখতে চান তিনি। ইতিমধ্যেই তারকা শেফ তরলা দালালের বায়োপিক নির্মাণ শুরু হয়ে গিয়েছে। এবার তারকা শেফ সঞ্জীব কাপুরের বায়োপিক মুখ খোঁজা হচ্ছে। অনেকদিন আগেই তাঁদের দুজনের বায়োপিকের ঘোষণা হয়ে গিয়েছে। সম্প্রতি দ্য আইকনস-এর চ্যাট শো-তে কথা বলতে গিয়ে টুইঙ্কল সঞ্জীবকে জিজ্ঞেস করেছিলেন, “আপনি নিজেকে চরিত্রে কাকে দেখতে চান, তখন বিখ্যাত শেফ বলেন, “অক্ষয় কুমার কোথায়? তিনি ভালো রান্নাও করেন। তাঁকেই দেখতে চাই।” প্রসঙ্গত, অক্ষয় কুমারের রান্নার প্রতি আগ্রহের কথা সবাই জানেন। চলচ্চিত্রে আসার আগে তিনি থাইল্যান্ডে শেফ হিসেবে কাজ করেছিলেন।
তবে জল্পনা-কল্পনার মধ্যে, অক্ষয়ের সামনে একাধিক ব্যস্ত কর্মসূচী রয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যাবে ‘ওএমজি 2’-এ, সহ-অভিনেতা ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠী। এছাড়াও তাঁর পাইপলাইনে আরও রয়েছে, ‘সুরারাই পোত্রু’ রিমেক এবং ‘ক্যাপসুল গিল’। এছাড়াও অক্ষয় কুমার টাইগার শ্রফের সঙ্গে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’-এর জন্য জুটি বেঁধেছেন এবং ‘হেরা ফেরি 3’-এর জন্য পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টির সঙ্গে পুনরায় একত্রিত হয়েছেন। এছাড়াও অক্ষয় দীনেশ ভিজানের পরবর্তী অ্যাকশন ড্রামা ‘স্কাই ফোর্স’-এর জন্য সাইন করেছেন। বলিউড সিনেমার হোস্ট ছাড়াও, অক্ষয় কুমার মহেশ মাঞ্জরেকরের ‘বেদাত মারাথে বীর দৌদলে সাত’ দিয়ে মারাঠি ছবিতে অভিষেক করতে চলেছেন।