এই মুহূর্তে




বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ে বিলাসবহুল দ্বীপ বানাতে চলেছেন বলিউডের পাওয়ার দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এমনটাই গুঞ্জন এখন বলিউডের অন্দর মহলে। যদি বিষয়টি সত্যি হয়, তাহলে রণবীর-আলিয়াই হবেন প্রথম বলিউড দম্পতি, যাঁরা দুবাইতে কৃত্রিম দ্বীপ বানানোর মতো সাহস দেখিয়েছেন। সেলিব্রিটিদের সম্পত্তির কোনও হিসেবে নেই। যখনই সুযোগ পান সম্পত্তি কিনে নেন। আবার তা পুরোনো হয়ে গেলে বা বেশি দাম পেলে বেচেও দেন। আর রণবীর কাপুর হলেন বলিউডের রাজপরিবার কাপুর বংশের উত্তরাধিকারী। পাশাপাশি বলিউডের প্রথম সারির অভিনেতা। মাত্র কয়েক বছরে আলিয়াও বলিউডে পাকাপোক্ত জায়গা বানিয়ে নিয়েছেন।

তিনি আবার স্বনামধন্য পরিচালক মহেশ ভাটের কন্যা। সুতরাং তারকা দম্পতির সম্পত্তির কোনও অভাব নেই। আগামী বছরেই তারা তাদের নতুন বাড়িতে চলে যাবেন। যে বাড়িটি প্রায় ২০০ কোটি টাকা মূল্যের। মেয়েকে নিয়ে ঋষি কাপুরের ভিটে বাস্তু ছেড়ে চলে যাবেন তাঁরা। কিন্তু এই আবহে শোনা যাচ্ছে, দুবাইয়ে ব্যক্তিগত দ্বীপপুঞ্জ বানাতে চলেছেন রণলিয়া জুটি।

সুতরাং দুবাই বলিউডের কাছে আরও বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছে। এর আগে বলিউডের কেউই এমন সাহস দেখান নি, সাধারণত বিপুল অর্থের মালিক বা হলিউড তারকা ছাড়া দ্বীপ কিনতে বা বানাতে দেখা যায়না কাউকে। তবে রণবীর আলিয়ার দ্বীপ বানানোর গুজবটির সূত্রপাত গতকাল থেকে। গতকাল (১২ নভেম্বর) কোকা-কোলা এরিনায় অনুষ্ঠিত ‘DAMAC আইল্যান্ডস ২’ লঞ্চে একসঙ্গে হাত ধরে এসে সবার নজর কেড়েছিলেন বি-টাউনের সবচেয়ে প্রিয় দম্পতি, রণবীর কাপুর এবং আলিয়া ভাট। অনুষ্ঠানটি ‘অ্যান ইভিনিং টু অ্যাওয়েকেন দ্য ইন্দ্রিয়’ থিমযুক্ত ছিল। কিন্তু অনুষ্ঠানে রণলিয়ার ব্যক্তিগত দ্বীপ প্রকল্প সম্পর্কে ফিসফিসানির দিকে সকলের নজর ছিল। এদিন আলিয়া ভাট একটি বেজেল করা নগ্ন বব ম্যাকি গাউনে স্পটলাইট চুরি করেছিলেন, সঙ্গে মুক্তা এবং সিকুইন অলঙ্করণ ছিল তাঁর গায়ে। চুলে মসৃণ খোঁপা ছিল, সোনালী হিল এবং হীরার কানের দুল দিয়ে তিনি সাজ পূর্ণ করেন। অন্যদিকে রণবীর কাপুর, নীল রঙের মখমলের টাক্সেডো এবং নীল রঙের চশমা পরেছিলেন।

তবে এদিন DAMAC দ্বীপপুঞ্জের অনুষ্ঠানটি একটি দর্শনীয় স্থানের চেয়ে কম ছিল না। কিন্তু যা সকলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তা হল, রণবীর এবং আলিয়া তাদের নিজস্ব বিলাসবহুল  ব্যক্তিগত দ্বীপ দুবাইয়ের DAMAC প্রকল্পে তৈরির জন্য সংযুক্ত আরব আমিরাতের একজন শীর্ষ ডেভেলপারের সঙ্গে আলোচনা করছেন। যদি সত্য হয়, তবে এটি হবে বলিউড রাজপরিবারের জন্য প্রথম। আর এর মাধ্যমেই রিয়েল এস্টেট ব্যবসায় পা রাখবেন রণলিয়া জুটি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ