এই মুহূর্তে




গার্হস্থ্য সহিংসতার অভিযোগ, হিরো আলমের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ব্যক্তিগত হোক বা পেশাগত, বরাবরই বিতর্কিত আবার মজার ব্যক্তিত্ব হলেন বাংলাদেশের জনপ্রিয় আলোচিত-সমালোচিত ইউটিউবার আশারফ হোসেন ওরফে হিরো আলম। দিন কয়েক আগেই তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিয়ে জনসমক্ষে দুধস্নান করে শিরোনামে এসেছিলেন তিনি। এছাড়া মাঝে মধ্যেই মজার মজার ভিডিও বানিয়ে বিতর্কের সম্মুখীন হন তিনি। এছাড়াও বেশ কয়েকবার দেশের নির্বাচনে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। একাধিক দলের হয়ে নির্বাচনের প্রার্থী হয়ে ছিলেন তিনি। কিন্তু কোনবারেই নির্বাচনে জয়লাভ করতে পারেননি হিরো আলম। বরং আইনি বিপাকে পড়েছেন বারবার। আবারও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। শুধু তিনি নন, আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। কিন্তু কেন? তবে এবার কোনও রাজনৈতিক কারণে নয়।

জানা গিয়েছে, মাস কয়েক আগেই হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে হিরো আলম ও তাঁর সহযোগীর বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছিলেন হিরো আলমের স্ত্রী রিয়ামণি। সেই মামলার ভিত্তিতেই বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত রিয়ামণির পক্ষে রায় দেন। এবং হিরো আলমকে গ্রেফতারের নির্দেশ দেন। বিষয়টি জানিয়েছেন রিয়ামণির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী। তিনি বলেছেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এ জন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারপতি।’ মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও তাঁর তৃতীয় স্ত্রী রিয়ামণির মধ্যে মনোমালিন্য দেখা গিয়েছিল।

এরপর হিরো আলম রিয়ামণিকে তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গত ২১ জুন রিয়ামণির পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানা এলাকায় হিরো আলমকে ডাকা হয়েছিল। কিন্তু অভিযোগ, তখন হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি রিয়ামণি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলে এবং গালিগালাজ শুরু করেন। এরপরে তারা রিয়ামণির বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তাঁকে মারধর করা হয়। যাতে রিয়ামণির শরীরে প্রচন্ড আঘাত লাগে। এছাড়াও, হামলাকারীরা রিয়ামণির গলায় থাকা ‘দেড় ভরি’ সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে। এরপরেই গত ২৩ জুন রিয়ামণি হিরো আলম এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলার রায়ে এদিন আদালত হিরো আলম ও তাঁর সহযোগীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

অশান্তির আগুনে জ্বলছে ঢাকা, এবার আওয়ামী লীগের দফতরে আগুন ধরিয়ে দিল এনসিপি সন্ত্রাসীরা

জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হবে সোমবার

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ