এই মুহূর্তে




‘Bhool Bhulaiya 3’ teaser: ফিরল মঞ্জুলিকা বিদ্যা বালন, তাঁর মুখে বাংলায় গালিগালাজ শুনে স্তম্ভিত রূহ বাবা কার্তিক




নিজস্ব প্রতিনিধি: ভাবলেন গল্প শেষ, রূহ বাবা-মঞ্জুলিকা, আর আসবে না। সে গুঁড়ে বালি। ফেস্টিভ্যাল মরসুমের শুরুতেই বিশাল খবর। দীপাবলিতে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ভুল ভুলাইয়া ৩’। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ২’। যাতে প্রধান ভূমিকায় অভিনয় করে ছিলেন কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি। আর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তব্বু। হরর-কমেডিতে মোড়া ছবিটি বিশ্বজুড়ে ব্যপক আয়ও করেছিল। এরপরেই ছবির নির্মাতারা ছবির তৃতীয় সংস্করণের ঘোষণা দেন। ২০০৭ সালে প্রথম মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। যাতে প্রধান চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। এই ছবির ১৫ বছর বাদে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’, তবে আর অক্ষয় কুমার নয়, রূহ বাবার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

তবে ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালন। তবে ভুল ভুলাইয়া ২-তে বিদ্যা বালনের জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তব্বু। কিন্তু দর্শকরা এখনও বিদ্যা বালনকেই চায়। অবশেষে এলো সুখবর। ভুল ভুলাইয়া ৩-তে ফিরছেন মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা বালন। ছবির টিজার মুক্তি পেল শুক্রবার ২৭ সেপ্টেম্বর। সেখানেই ফের রণমূর্তিতে দেখা মিলল বিদ্যা বালনের। তবে এবার কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধছেন তৃপ্তি ডিমরি। দীপাবলিতে অজয় ​​দেবগনের ছবি ‘সিংহম এগেইন’-এর সঙ্গে সংঘর্ষে মুক্তি পাবে এই ছবি। টিজার দেখে স্পষ্টই প্রমাণ ‘ভুল ভুলাইয়া 3’-এ কী ঘটতে চলেছে। টিজারের শুরুতে শোনা যাচ্ছে, বিদ্যা বালনের কণ্ঠ, যিনি বাংলা ভাষায় কাউকে গালি দিচ্ছেন। এর পরে একজনকে মাটিতে টেনে নিয়ে যেতে দেখা যায় তাঁকে।

 

এরপর পর্দায় মঞ্জুলিকা চরিত্রে আসেন বিদ্যা বালন, যিনি এখনও রাজার সিংহাসনের জন্য ক্ষুধার্ত। সে বলে যে এই সিংহাসন তার। এর পরে কার্তিক আরিয়ান ওরফে রুহ বাবার কণ্ঠ শোনা যায়, ‘তুমি কি ভেবেছ গল্প শেষ? দরজা সবসময় বন্ধ। যাতে আমরা আবার একদিন খুলতে পারি। এর পরে সে এসে স্ক্রিনে ছাই ফুঁকতে থাকেন। তবে ‘ভুল ভুলাইয়া 2’ না দেখলে রুহ বাবার সত্যতা জানা সম্ভব নয়। এমতাবস্থায় তার বিশ্বাস এখনও একই যে ‘ভূত’ নেই। কিন্তু এখন তিনি শুধু একটি নয়, অনেক ডাইনির মুখোমুখি হতে চলেছেন, তার চিন্তাভাবনা বদলায় কি না সেটাই দেখার বিষয়। টিজারে ছবিটির নায়িকা তৃপ্তি দিমরির এক ঝলকও দেখা গিয়েছে। তবে ছবিটির প্রধান আকর্ষণ বিদ্যা বালন। টিজারের শেষ দৃশ্যে বিদ্যার নাটকীয় স্টাইল বেশ মজার লাগছে। তিনি যেভাবে কার্তিক আরিয়ানের দিকে অদ্ভুত চোখ এবং ভীতিকর অভিব্যক্তি নিয়ে তাকাচ্ছেন তা স্পষ্ট করে দেয় যে বিদ্যা এই ছবিতে বিস্ময়কর কাজ করতে চলেছেন। ‘ভুল ভুলাইয়া 3’ ছবিতে রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র এবং অশ্বিনী কালসেকরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরিচালক আনিস বাজমীর এই ছবিটি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে নাগা চৈতন্যের ডিভোর্স নিয়ে মিথ্যা দাবি করায় মন্ত্রীর বিরুদ্ধে মামলা নাগার্জুনের

পুজোর আবহে ছাদনা তলায় রূপসা, পাত্র কে ?

Devara box office: ৪০০ কোটি টাকা আয়ের লক্ষ্যে বক্সঅফিসে ঝড় তুলছে জাহ্নবী অভিনীত ‘দেবরা পার্ট ১’

বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

দ্বিতীয়বার মা হচ্ছেন কোয়েল, দেবীপক্ষের শুরুতেই দিলেন সুখবর

পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর