এই মুহূর্তে




সলমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এপি ধিলোনের বাড়িতে চলল গুলি, দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের




নিজস্ব প্রতিনিধি: ‘ব্রাউন মুন্ডে…’, ‘সামার হাই…’ খ্যাত গায়ক এপি ধিলোন সম্পর্কে চমকপ্রদ খবর এসেছে। বিখ্যাত গায়ক এপি ধিলোনের কানাডার বাড়ির বাইরে দ্রুত গুলি চালানো হয়। গায়কের কানাডার বাড়ি ভাঙচুর হয়েছে। গাড়িতে আগুন, গুলির বন্যা হয়েছে। যা গায়কের ভক্তদের উদ্বিগ্ন করেছে। এই প্রথম নয়, এর আগেও গায়কের বাড়িতে গ্যাংস্টারদের হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১ সেপ্টেম্বর। জানা গিয়েছে, বাড়ির বাইরে অজ্ঞাত হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আর গায়কের বাড়িতে এই হামলা করিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের রোহিত গোদারা, তাঁরা এই হামলার দায় স্বীকারও করেছে। আজ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এমনটাই দাবি করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। দাবি করা হচ্ছে, কানাডায় এপি ধিলোনের বাড়ির বাইরে হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই দলের রোহিত গোদারা।

ফেসবুকে বিষয়টি পোস্ট করে রোহিত গাদারা জানিয়েছেন- ‘সব ভাইদের রাম রাম জি। ১ সেপ্টেম্বর রাতে, আমরা কানাডার দুটি স্থানে গুলি চালানো দেখেছি, যার মধ্যে একটি ভিক্টোরিয়া দ্বীপ এবং উডব্রিজ টরন্টো। আমি, রোহিত গোদারা (লরেন্স বিষ্ণোই গ্রুপ) এর দায়িত্ব নিই। ভিক্টোরিয়া দ্বীপের বাড়িটি এপি ধিলনের। যিনি সলমান খানের হাত ধরেই যে বলিউডে পা রেখেছিলেন। সলমানের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। আন্ডারওয়ার্ল্ডের যে জীবনটা আপনারা নকল করছেন, আমরা আসলে সেই জীবনই যাপন করছি।’ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থা। গুলি চালানোর প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কানাডার পুলিশ এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি। এর আগেও কয়েক মাস আগে গায়ক গিপ্পি গ্রেওয়ালের বিদেশি বাড়িতে গুলি চালিয়েছিল গোল্ডি-লরেন্স গ্যাং। সেখানেও সলমান খানের সঙ্গে তার সম্পর্কের কথা বলা হয়েছিল। পোস্টে লেখা ছিল- ‘আজ ভ্যাঙ্কুভারের হোয়াইট রক এলাকায় গিপ্পি গ্রেওয়ালের বাংলোতে গুলি চালিয়েছে লরেন্স বিষ্ণোই গ্রুপ। সলমান খানের ভাই। তোমার ওই ভাইকে বলো তোমাকে বাঁচাতে। আপনার এই ভ্রম আছে যে ডেভিড আপনাকে সাহায্য করবে, কিন্তু কেউ আপনাকে আমাদের থেকে বাঁচাতে পারবে না। সিধু মুসেওয়ালা মারা যাওয়ার সময় আপনি অনেক বেশি কাজ করেছিলেন। আপনি জানেন কত অপরাধীর সঙ্গে তার যোগাযোগ ছিল। যতদিন ভিকি মিদ্দুখেদা বেঁচে ছিলেন, ততদিন আপনি পিছিয়ে যেতেন। কিন্তু আপনি সিধুর জন্য বেশি দুঃখ পেয়েছেন। আপনি এই ট্রেলারটি দেখেছেন এবং ছবিটি এখনও মুক্তি পায়নি, প্রস্তুত থাকুন। যে কোন দেশে বাস করলে, মৃত্যুর জন্য ভিসার প্রয়োজন হয় না। যেখানেই তাকে আসতে হয়, সে আসে।’

সম্প্রতি সলমান খানের সঙ্গে এপি ধিলোনের একটি গান প্রকাশিত হয়েছে – ওল্ড মানি। গানটি প্রকাশের মাত্র তিন সপ্তাহ পেরিয়েছে। এই গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি ইউটিউবে এক কোটির বেশি ভিউ পেয়েছে। এই গানটি ভক্তদের মধ্যে তুমুল হিট। আর ইতিমধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে আবারও হুমকি পেয়েছেন সলমান খান। কয়েক মাস আগে, সাইকেলবাহী হামলাকারীরা খুব ভোরে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালায়। এই ঘটনা সবাইকে হতবাক করেছে। একটি ভাইরাল ফেসবুক পোস্টের মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্রুপও এই হামলার দায় স্বীকার করেছে। এরপর সালমানের নিরাপত্তা আরও জোরদার করা হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, প্রতিক্রিয়া লীনা গঙ্গোপাধ্যায়ের

নির্ধারিত সময়ের আগেই মা হলেন দীপিকা পাড়ুকোন, ছেলে হল না মেয়ে?

সলমান থেকে আমির, সবার পায়েই চপ্পল, আম্বানিদের গণেশ উৎসবে চাঁদের হাট

মদ্যপ অবস্থায় বিমানকর্মীদের মারধর, হায়দরাবাদ বিমানবন্দরে আটক রজনীকান্তের সহ-অভিনেতা

বাড়িতেই গণেশ পুজো করলেন সোনু সুদ এবং তুষার কাপুর

গণেশ চতুর্থীতেই মাকে সঙ্গে নিয়ে হাসপাতালে ছুটলেন দীপিকা পাড়ুকোন

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর