এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কমেডি শোতে করণকে নিয়ে উপহাস, চটে লাল পরিচালক, ক্ষমা আর্জি অভিনেতার

নিজস্ব প্রতিনিধি: বিনোদন মহলের অন্যতম প্রতিভাবান অভিনেতা হলেন কৌতুক তারকারা। যাঁরা প্রতি মুহূর্তে নানারকম কাণ্ড ঘটিয়ে মানুষদের আনন্দ দিচ্ছেন। আসলে দুঃখ তো সবাই দিতে পারেন, কিন্তু হাসাতে পারেন ক’জন। যাই হোক, বলিউডে এমন বহু কৌতুক অভিনেতা আছেন, যাঁরা খ্যাতনামা নায়কদের মিমিক্রি করেই অভিনয় দুনিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন। যেমন, প্রয়াত অভিনেতা রাজু শ্রীবাস্তব অমিতাভ বচ্চনের অনুকরণ করে সাফল্যমণ্ডিত হয়ে ছিলেন। এছাড়াও শাহরুখ খান, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তীর-সহ একাধিক অভিনেতারদের নকল করা কমেডিয়ান রয়েছে। কিন্তু মাঝে মধ্যে তারকাদের অনুকরণ এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে, তাতে রীতিমতো বিরক্ত হয়ে যান তাঁরা।

রবিবার রাতে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর একটি বিরল ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, একটি টিভি শো প্রোমোতে তাঁর অনুকরণ করেছেন একজন কৌতুক অভিনেতা, তাতে তিনি রীতিমতো হতাশ। তবে পরিচালক শো, চ্যানেল এবং কমেডিয়ানের নাম প্রকাশ্যে জানাননি। কিন্তু অনেকেই সন্দেহ করছেন যে, করণ কৌতুক অভিনেতা কেত্তন সিং অভিনীত ‘ম্যাডনেস মাচায়েঙ্গে’-র প্রোমো নিয়ে কথা বলছেন। যেখানে করণের হাবভাব নকল করতে দেখা যায় কেত্তন সিং-কে। আর এতেই আপত্তি পরিচালকের। করণ ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “আমি আমার মায়ের সঙ্গে বসে টেলিভিশন দেখছিলাম। তখন আমার চোখে পড়ল একটি সম্মানিত চ্যানেলের রিয়েলিটি কমেডি শো-এর প্রোমো। একজন কমেডিয়ান আমাকে ব্যতিক্রমী খারাপ স্বাদে অনুকরণ করছিল। আমাকে যারা যট্রোলিং করে তাদের আমি চিনিনা। কিন্তু যখন আপনার নিজের শিল্পমহলের কেউ আমাকে অসম্মান করে, তা সত্যি আমার পক্ষে অগ্রহণযোগ্য। ২৫ বছরেরও বেশি সময় ধরে আমি বলিউডের সঙ্গে যুক্ত। কিন্তু এটি আমাকে রাগাচ্ছে না, বরং আমাকে দুঃখ দিচ্ছে!” যায় হোক, বিষয়টি আঁচ করতে পেরেছেন কেত্তন সিং-ও। আর তিনি করণের সমালোচনার জবাবও দিয়েছেন।

কেত্তন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার উদ্দেশ্য করণকে কখনই আঘাত করা ছিল না। আমি করণ (জোহর) স্যারের কাছে ক্ষমা চাইতে চাই। প্রথমত, আমি যাই হোক না কেন ছদ্মবেশী করি কারণ আমি কফি শোতে করণ জোহরকে অনেক দেখি। আমি তার কাজের একজন ভক্ত, রকি অর রানি কি প্রেম কাহানি ৫ থেকে ৬ বার দেখেছি। আমি তার কাজ এবং তার শোয়ের একজন বড় ভক্ত, আমি ক্ষমা চাই তাকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না আমি শুধু দর্শকদের বিনোদন দিতে চেয়েছিলাম কিন্তু আমি যদি অতিরিক্ত কিছু করে থাকি তবে আমি দুঃখিত। সম্ভবত তিনি পুরো পর্বটি দেখেননি, কেবল প্রোমো দেখেছেন। আমি পর্বটি দেখার পর মানুষ এবং করণ স্যারের প্রতিক্রিয়া দেখতে চাই। অনেক শিল্পী করণ স্যারকে নকল করেন না। আমি কয়েক বছর আগে দ্য কপিল শর্মা শোতে এটি করতাম। আমি ম্যাডনেস মাচায়েঙ্গে প্রথমবারের মতো এটি করেছি। আমার ক্ষমা চাওয়া ছাড়া, আর কোনও উপায় নেই।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছেলে স্নাতক, খুশিতে ডগমগ বাবা প্রসেনজিৎ

ফিল্ম ফেস্টিভ্যালে নাচের সঙ্গে মজার পোজে লেন্সবন্দি হলেন হলিউড তারকা এমা

লোকসভার পরেই বনি-কৌশানীর ডেস্টিনেশন ওয়েডিং, শুরু প্রস্তুতি

ডাইরিতে  লিখতাম সুইসাইড নোট, ব্যক্তিগত জীবন নিয়ে কি বললেন ইমন?

দুর্ঘটনায় মৃত্যু  তেলেগু অভিনেত্রীর মৃত্যুর শোকে  আত্মঘাতী প্রেমিক-অভিনেতা

নিখোঁজ থাকার ২৫ দিন বাদে বাড়ি ফিরলেন ‘তারক মেহতা’র সোধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর