এই মুহূর্তে




‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

নিজস্ব প্রতিনিধি: অসুস্থ কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। গত সপ্তাহে তাঁকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দিন দুয়েক আগে শোনা যায়, ধর্মেন্দ্র ভেন্টিলেশনে, তাঁর অবস্থা ভাল নয়। এরপরেই তাঁর মৃত্যুর খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু খবরটি ভুয়ো বলে উড়িয়ে দেন অভিনেতার পরিবার। এবং জানান, আপাতত ভাল আছেন ধর্মেন্দ্র। তাঁকে বুধবার (১২ নভেম্বর) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সানি দেওলের টিম। যা শুনে স্বস্তি পেয়েছেন ভক্তরা এবং গোটা বলিউড। প্রায় ৬ দশক ধরে বলিউডে রাজত্ব ধর্মেন্দ্রর। তাই তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। তবে ধর্মেন্দ্র গতকাল জুহুর বাড়ি থেকে ফিরতেই তাঁর বাড়ি সামনে ভক্ত এবং পাপারাৎজি দের মেলা বসেছে। যাতে রীতিমতো বিরক্ত ধর্মেন্দ্রর পরিবার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে, সানি দেওলকে তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকার জন্য পাপারাজ্জিদের উপর রেগে যেতে দেখা গিয়েছে। এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে প্রবীণ অভিনেতাকে হাত জোড় করে বলতে দেখা যাচ্ছে যে, ‘তোমাদের সকলের এবার বাড়ি যাওয়া উচিত। তোমাদের বাড়িতে বাবা-মা আছেন, বাচ্চারাও আছে। তাদের দেখো, সে ভিডিও করছে। তোমাদের কি লজ্জা-স্বরম কিছু নেই?’ ভিডিওতে সানি দেওলের চোখে-মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট। এছাড়া অসুস্থ ধর্মেন্দ্রের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। সানি এবং ববি দেওল সহ তার পরিবারের সদস্যরা রয়েছে তাঁর পাশে। ভিডিওতে বর্ষীয়ান অভিনেতার প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে অসহ্যভাবে কাঁদতে দেখা গিয়েছে। ভিডিওটি বিশাল ভাসিতা নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। আর এটি ভাইরাল হওয়ার পরে নেটিজেনরা এমন একটি ব্যক্তিগত ভিডিও শেয়ার করার জন্য তাঁকে নিন্দা করছেন। ধর্মেন্দ্রকে গত সপ্তাহে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

যেখানে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন সলমান খান, শাহরুখ খান, আমির খান, আমিশা প্যাটেল, গোবিন্দা-সহ অনেক বলিউড অভিনেতা। বুধবার বিকেলে, অমিতাভ বচ্চনকে তার শোলে সহ-অভিনেতার বাড়িতে তাঁকে দেখতে যেতে দেখা গিয়েছে। যেখানে মেগাস্টার একাই গাড়ি চালিয়ে গিয়েছেন। প্রবীণ অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়ার পর, সানির দল একটি বিবৃতি শেয়ার করে লিখেছিল যে, “মিস্টার ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই তার আরোগ্যলাভ অব্যাহত রাখবেন। আমরা মিডিয়া এবং জনসাধারণকে অনুরোধ করছি যে তারা আর কোনও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং এই সময়ে তার এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। দয়া করে তাকে সম্মান করুন কারণ তিনি আপনাকে ভালোবাসেন।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ