এই মুহূর্তে




দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে তালাক, এবার কি চতুর্থ বিয়ের পিঁড়িতে হিরো আলম?

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অবশেষে দুধ দিয়ে স্নান করে তৃতীয় স্ত্রী রিয়ামণিকে তালাক দিলেন বাংলাদেশের আলোচিত সমালোচিত ইউটিউবার হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার আফতাব নগরের এম ব্লকে রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন হিরো আলম। মাস কয়েক ধরেই রিয়ামণি-হিরো আলমের সম্পর্কের সমীকরণ আলোচনায়। রিয়ামণির বিরুদ্ধে বাবাকে দেখে না, সংসারে মন নেই, শারীরিক নির্যাতন সংক্রান্ত একাধিক অভিযোগ তুলেছিলেন হিরো আলম। তবুও রিয়ামণিকে খুব ভালোবাসেন বলে, তাঁর অপরাধগুলি মাফ করে তাঁর সঙ্গে সংসার করতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু রিয়ামণি অন্য পুরুষের প্রেমে মগ্ন। মাস কয়েক আগেই হাতে নাতে পরপুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন রিয়ামণি। আর তা পাড়া প্রতিবেশীদের জানিয়ে দেন হিরো আলম নিজেই। এরপরে তাদেরকে ঘর থেকে বের করে গণপিটুনি দিয়ে পুলিশের তুলে দেয় প্রতিবেশীরা।

এরপর হিরো আলম রিয়ামণির বিরহে পাগল হয়ে বন্ধুর বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন অবশ্য রিয়ামণি হিরো আলমের কাছে ফিরে এসেছিলে। স্বামীর যত্ন করছিলেন। কিন্তু মাস কয়েক যেতে না যেতে আবারও তিনি প্রেমিকের সঙ্গে মেলামেশা করেন। একসঙ্গে কক্কবাজারে গিয়ে রাত কাটান। তবে আর নয়, এবার সত্যিই রিয়ামণিকে ডিভোর্স দিচ্ছেন হিরো আলম। ইতিমধ্যেই উকিলের কাছে ডিভোর্সের খাতাপত্র রেডি করেছেন হিরো আলম। তার আগেই দুধ দিয়ে স্নান করে রিয়ামণিকে মৌখিকভাবে তালাক দিলেন হিরো আলম। চর্চিত ইউটিউবার জানিয়েছেন, ‘ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন আমার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়ামণি তালাকের কাগজ হাতে পেয়ে যাবেন। আর যদি কোনদিন রিয়ামণিকে আমি আমার বউ বলে দাবি করে মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

এর আগে গতকাল ফেসবুকে একটি পোস্টে হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসছে আমাকে স্নান করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়ামণিকে তালাক দিয়ে স্নান করবো।’ এদিকে আলমের ভক্তরা জানিয়েছেন, স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম। কিন্তু আলমের কথায়, এখন আর তাঁর বিয়ের বয়স নেই। এখন তিনি শুধুমাত্র তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছেন। তিনি একা তাদের মানুষ করতে পারবেন না। আগে দুইটা বিয়ে করেছেন। সবাই তাঁকে ব্যবহার করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। সেই কারণে আর তিনি বিয়ে করে চান না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

জতুগৃহে পরিণত শাহজালাল বিমানবন্দর, ঢাকাগামী বিমান পাঠানো হচ্ছে কলকাতা-চট্টগ্রামে

বিচ্ছেদের যন্ত্রণা ভুলে গোপনে বিয়ে করে ফেললেন নাকি রণবীর? খুঁজে বের করল ভক্তরা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ উড়ান, আগুন নিয়ন্ত্রণে নামল সেনা

রূপোর তোড়া থেকে বেনারসি শাড়ি! এ বছর কোন কোন তারকার উপহারে সাজবেন নৈহাটির ‘বড় মা’?

বাংলাদেশের সেনা কর্তাদের সঙ্গে গোপন বৈঠক ভারতীয় সেনা গোয়েন্দাদের, ঘুম উড়েছে মোল্লা ইউনূসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ