-273ºc,
Sunday, 4th June, 2023 10:39 am
নিজস্ব প্রতিনিধি: একজন বাংলা ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী এবং অন্যজন বাংলাদেশ ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা। তবে তিনি কলকাতাতেও সমান জনপ্রিয়। তবে তাঁদের দুজনের একটাই জিনিস কমন, বলিউডেও হাতেখড়ি হয়ে গিয়েছেন অনেকদিন। বয়সে প্রায় ৫০ ছুঁই ছুঁই। কিন্তু রূপ বলুন বা ফিগার সবেতেই তরুণ প্রজন্মকে একেবারে চুটকিতে ঘায়েল করে দিতে পারেন তাঁরা। একজন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অন্যজন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায় দশ বছর ধরে টলিউডে অভিনয় করে চলেছেন জয়া আহসান। উপহার দিয়েছেন একাধিক প্রশংসিত ছবি। সেরা অভিনেত্রী হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছেন। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত হয়নি কখনই।
এবার এই দুই দাপুটে অভিনেত্রীকে একই ফ্রেমে আনল ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর ম্যাগাজিন ‘ইনডালজ’। ম্যাগাজিনটির দৌলতে বাংলা নববর্ষের জন্যে নতুন ফটোশুট করলেন জয়া-স্বস্তিকা।শুক্রবার (৩১ মার্চ) ম্যাগাজিনটি বাজারে এসেছে। ছবিতে দুই অভিনেত্রীর দিকে থেকে চোখে ফেরানো যাচ্ছেনা। এতটাই ড্যাশিং এবং সিজলিং দেখাচ্ছে দুজনকে। একই রঙের পোশাকে, দুর্দান্ত সাজে এবং অসাধারণ পোজে জয়া-স্বস্তিকা রূপ দেখে নেটিজেনরা রীতিমতো মুগ্ধ। দুজনার মনে একটাই প্রশ্ন? কেন একে অপরের সঙ্গে আগে দেখা হলনা?
জয়ার সঙ্গে ফটোশুট প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আমি খুব অসামাজিক। ইভেন্টগুলিতে খুব একটা যাওয়া হয় না। আমার তো মনে হয়, জয়াও এসবে খুব একটা যান না। তাছাড়া জয়াকে অন্য দেশ থেকে আসতে হয়। আমার মনে হয়, এসব কারণেই এর আগে আমাদের কখনও দেখা হয়নি।” দেখা না হলেও জয়ার সিনেমা ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন স্বস্তিকা। জানিয়েছেন, তাঁর অভিনয়ের দারুণ ভক্ত তিনি। অন্যদিকে স্বস্তিকার সঙ্গে কাজ করে জয়া বলেন, “দারুণ অভিজ্ঞতা! তিনি শুধু ভালো অভিনেত্রী নন, সুন্দর মনের মানুষও বটে! তোমার কাজ আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। তোমার সঙ্গে আবারও কাজ করতে চাই।”