এই মুহূর্তে




দিব্যা ভারতীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী




নিজস্ব প্রতিনিধি: দিব্যা ভারতী, নামটি হয়তো তরুণ প্রজন্মের কাছে একেবারে নতুন। কিন্তু বলিউডের ইতিহাসে একেবারে খোদাই করে আছে এই নাম। স্বল্প অভিনয় কেরিয়ার তাঁর। কিন্তু তাতেও মন জয় করেছেন সকলের। তাই তো এখনও নব্বই দশকের মানুষের হৃদয়ে বাস করেন দিব্যা ভারতী। মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি, আজ বেঁচে থাকলে বলিউডের একজন দাপুটে অভিনেত্রী হতেন তিনি। যদিও মাত্র কিছু বছর অভিনয় করেই সাড়া ফেলে দিয়েছিলেন এই নায়িকা, শুধু অভিনয় নয় তাঁর সৌন্দর্য এখনও পাগল করে তোলে পুরুষদের। কিন্তু অল্প বয়সেই মারা যান। তাঁর মৃত্যু নিয়ে এখনও রয়েছে অনেকে ধোঁয়াশা। কারণ পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছিল। কেউ বলেন তিনি মদ্যপ ছিলেন, তাই পা পিছলে পড়ে যান। কেউ বলেন তিনি আত্মহত্যা করেছেন আবার কেউ হলে তাঁকে তাঁর স্বামী খুন করেছেন। কারণ তিনি আন্ডারওয়ার্ল্ড কিং দাউদের নজরে পড়ে গিয়েছিলেন।

এবার তাঁর মৃত্যু নিয়ে একটি অজানা তথ্য দিলেন বলিউড অভিনেত্রী গুড্ডি মারুতি। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, মৃত্যুর দিন দিব্যা ভারতীর তাঁর স্বামী সাজিদ নাদিওয়ালার গাড়ি খুঁজতে নীচে ঝুঁকেছিলেন এবং তখনই তিনি নিজেকে সামলাতে না পেরে পড়ে যান জানালা থেকে। সেই সময়ে ডিজাইনার নীতা লুল্লা সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি তাকে পড়ে যেতে দেখেছেন। এরপর গুড্ডি দিব্যা ভারতীর মায়ের অপরিসীম দুঃখের আখ্যান, ভাগ করে বলেন যে, মেয়ের অকাল মৃত্যুর কথা শুনে দিব্যা ভারতীর মা গভীরভাবে বিধ্বস্ত হয়েছিলেন। ঘটনার পর সাজিদ খুব খারাপ অবস্থায় ছিল এবং দুর্ভাগ্যজনকভাবে যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি বাড়িতে ছিলেন না।

গুড্ডির মতে, ঘটনার দিন সাজিদ নাদিয়াওয়ালার গাড়ি এসেছে কিনা তা পরীক্ষা করার জন্য দিব্যা তার জানালা থেকে নিচু হয়ে ঝুঁকে দেখছিলেন এবং তখনই সে পড়ে যায়। ডিজাইনার নীতা লুল্লা ঘটনার সময় উপস্থিত ছিলেন। তাই তিনি অভিনেত্রীর মৃত্যুকে ঘিরে যে কোনও জল্পনাকে খারিজ করে দিয়েছিলেন। সাজিদের গাড়ি খুঁজতে গিয়েই নিচে পড়ে যান দিব্যা। গুড্ডি মারুতি ৬ এপ্রিল সকালে দিব্যার মৃত্যুর মর্মান্তিক সংবাদ সম্পর্কে জানতে পারেন। তখন একটি ফ্লাইটে ছিলেন। এরপর তিনি তাঁর মৃত্যুর কথা শোনার পরেই দিব্যার পরিবারের বাড়িতে ছুটে যান। তিনি তখন দেখতে পান, একটি বিপথগামী বিড়াল তার মুখে রক্ত ​​নিয়ে ঘরে ঢুকেছে, এতে সবাই হতবাক হয়ে গিয়েছিল।

অভিনেত্রী আরেকটি ঘটনাও শেয়ার করেছেন। তাঁর কথায়, একটি রাতে, যখন তিনি জুহুতে দিব্যার বিল্ডিংয়ের কাছে একটি আইসক্রিমের দোকানে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পান যে কেউ তার নাম ধরে ডাকছে। যখন তিনি তাকালেন, তিনি দেখতে পান যে দিব্যা পঞ্চম তলার প্যারাপেটে পা ঝুলিয়ে বসে আছে। গুড্ডি অবিলম্বে তখন তাকে বলেছিলেন যে, এমন না করতে, কারণ জায়গায় নিরাপদ নয়। তাকে ভিতরে যেতে অনুরোধ করেন, কিন্তু দিব্যা অকপটে উত্তর দিয়েছিল, “কুছ না হোতা” (কিছুই হবে না)। গুড্ডি উল্লেখ করেছেন যে তিনি উচ্চতাকে ভয় পান না, কিন্তু শুধু তার দিকে তাকিয়ে তাকে ভয় পেয়েছিলেন। দিব্যা ভারতী ১৯৯৩ সালে ১৯ বছর বয়সে তার পঞ্চম তলার অ্যাপার্টমেন্টের বারান্দার জানালা থেকে পড়ে মারা যান।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুম্বইতে মেলেনি বড় সুযোগ, তাই কী বাংলা ধারাবাহিকে কামব্যাক ঊষসীর? উত্তর দিলেন নায়িকা

ভোপালের সরকারি শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী ১৭ বছর বয়সী ছাত্র

পরনে লাল টুকটুকে শাড়ি, বিয়ের আগে ‘পেল্লি কুথুরু’ সম্পন্ন শোভিতা ধুলিপালার

‘আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে’, রিলিজ হল ‘খাদান’-এর প্রি-ট্রেলার

মুক্তির আগেই ভবিষ্যদ্বাণী, প্রথমদিনেই বিশ্বব্যাপী ২৭৫ কোটি আয় করবে ‘পুষ্পা 2’

ট্রাফিক আইন লঙ্ঘন, প্রেমিকের ১২ লাখি স্কুটিতে চেপে হেলমেট ছাড়াই ঘুরে বেড়ালেন তৃপ্তি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর