নিজস্ব প্রতিনিধি: আজ তাঁর ৯২ তম জন্মদিন। কোন গান নেই যা তাঁর কণ্ঠে অতুলনীয় হয়ে ওঠেনি। তিনি হলেন শিল্পী লতা মঙ্গেশকর। তাঁর জন্মদিন উপলক্ষে আজ সকাল থেকে নেট দুনিয়ার ট্রেন্ডে তিনি। আসছে ভক্তদের শুভেচ্ছা বার্তা। সমুদ্রের ধারেও তৈরি করা হল লতা মঙ্গেশকরের ছবি, স্যান্ড আর্টে সাত সকালে ফুঁটে উঠল শুভ জন্মদিন লতা দিদি।
আজ তাঁর জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন সুরকার-কবি গুলজার ও পরিচালক বিশাল ভরদ্বাজ। ১৯৯৬ সালের লেখা বিশাল ভরদ্বাজের সুর দেওয়া ‘ঠিক নহি লাগতা’ নামক এক গান তৈরি হয়েছিল। গেয়েছিল লতা মঙ্গেশকরই। কিন্তু সেই গান মুক্তি পায়নি। আজ ২৮ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সেই গান। লতা মঙ্গেশকরের জন্মদিনে এই বিশেষ উপহার তাঁর ভক্তদের জন্য অবশ্যই বাড়তি পাওনা।
২০১২, গোটা বিশ্ব জুড়ে সেলিব্রেট করেছিল কিংবদন্তি গায়িকার সুবর্ণ সফর। সেলিব্রেশন হয়েছিল ১০০টি দেশ মিলে, শচীন তেন্ডুলকরের অনুরোধে গান গেয়েছিলেন তিনি। মুহূর্তে সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন প্রবীণ শিল্পীকে। এক দিকে যেমন এদিন এই ভিডিও উঠে এসেছে, ঠিক তেমন ভাবেই উঠে এসেছে এই গুণী শিল্পীর হাতে তুলে দেওয়া ভারতরত্ন স্মৃতি।
৭ দশকেরও বেশি সময় ধরে গান গেয়েছেন তিনি। ১০০০টিরও বেশ ছবিতে রয়েছে তাঁর কণ্ঠের গান, ২৫০০০-এর বেশি রয়েছে গান, এখানেই চমক শেষ নয়, ৩৫টিরও বেশি ভাষায় গান গেয়ে সকলের মন জয় করেছেন তিনি।
The Queen of Swar, Sur & Sangeet . #LataMangeshkar connecting generations through music ..
Happy Birthday to legendary Singer Bharat Ratna #LataMangeshkar Ji
Pic Courtesy: Shri. Sudarsan Pattnaik [Sand art] pic.twitter.com/HCuMkN6EfM— VASA (@VASA_Hyd) September 28, 2021