এই মুহূর্তে




‘IC814’-এর নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ, জবাব চাইছে দিল্লি হাইকোর্ট




নিজস্ব প্রতিনিধি: ফাঁড়া যেন কিছুতেই কাটছেই না নেটফ্লিক্স সিরিজ ‘IC814’-এর নির্মাতাদের। গত ২৮ অগস্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। এরপর থেকেই বিতর্ক শুরু। ছবিটি নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রণালয়ের থেকে তলব পেয়েছেন নেটফ্লিক্সে র প্রধান। এবং এর পরেই ছবিতে দেখানো সমস্ত বিতর্কিত দৃশ্য পরিবর্তনের আশ্বাস দেন নির্মাতারা। Netflix-এর ওয়েব সিরিজ ‘IC814’ পরিচালনা করছেন অনুভব। সূত্র অনুযায়ী, ছবিটি ১৯৯৯ সালে ওয়েবসিরিজটি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হরকাত-উল-মুজাহিদিন দ্বারা ভারতীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইট হাইজ্যাক করাকে কেন্দ্র করে নির্মিত। সিরিজে হাইজ্যাক করা সন্ত্রাসীদের নাম কেন পরিবর্তন করা হয়েছে এবং তাঁদের নাম কেন হিন্দু দেবতাদের নামে নামাঙ্কিত করা হয়েছে, তা নিয়েই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। ‘IC 814’-কে ঘিরে ব্যাপক বিতর্কের মধ্যে নেটফ্লিক্স ইন্ডিয়ার বিষয়বস্তু প্রধানকে সরকার তলব করা হয়েছিল।

এবার ছবির বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল, ছবির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) দ্বারা দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলার পর দিল্লি হাইকোর্ট সোমবার Netflix এবং ওয়েব সিরিজ IC 814: The Kandahar Hijack-এর প্রযোজকদের কাছে সমন জারি করেছে৷ ANI অভিযোগ করেছে যে, সিরিজটিতে অনুমতি ছাড়াই ছিনতাই ঘটনার ফুটেজ ব্যবহার করা হয়েছে। তাই বিষয়বস্তুর অননুমোদিত চারটি পর্ব সরানোর জন্য আদালতের আদেশ চাইছে ANI। ANI নেটফ্লিক্স এবং IC814 এর নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে। ANI জানিয়েছে, সিরিজে ছিনতাই করার দৃশ্যটি বিনা অনুমতিতে দেখানো হয়েছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, পাকিস্তানের জেনারেল পারভেজ মুশাররফ এবং সন্ত্রাসী মাসুদ আজহারকে অনুমতি ছাড়াই দেখানো হয়েছে। আগামী শুক্রবার দিল্লি হাইকোর্ট এ বিষয়ে নেটফ্লিক্স এবং ছবির নির্মাতাদের উত্তর চেয়েছে।

বলিউড চলচ্চিত্রের বিপাকে পড়া এই প্রথম নয়, বাস্তব কে নিয়ে চলচ্চিত্র বানাতে গিয়েই আইনি গ্যাঁড়াকলে পড়েছে একাধিক চলচ্চিত্র। এবার বিতর্কে ঘেরা অনুভবের নতুন প্রজেক্ট। সোশ্যাল ব্যবহারকারীরা ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ছিনতাইকারীদের নাম পরিবর্তন করে “ভোলা” এবং “শঙ্কর” রাখার জন্যে দোষী করেছে। ওয়েব সিরিজটি ‘ফ্লাইট ইনটু ফিয়ার: দ্য ক্যাপ্টেন’স স্টোরি’ বই থেকে অনুপ্রাণিত। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর, ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 814-এর হাইজ্যাকিং করেছিল পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন হরকাত-উল-মুজাহিদিন। প্লেনটি, ১৯১ জন যাত্রী নিয়ে, নেপালের কাঠমান্ডু থেকে যাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড্ডয়নের পরপরই পাঁচজন ছিনতাইকারী, যারা যাত্রী হিসেবে পরিচয় দিয়েছিল, তারা বিমানের নিয়ন্ত্রণ করে নেয়।

পরে এই বিমানটি বিভিন্ন স্থান হয়ে আফগানিস্তানের কান্দাহারে পৌঁছয়। তখন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন ভারত সরকারকে তার যাত্রীদের জীবনের বিনিময়ে সন্ত্রাসীদের দাবি মেনে নিতে হয়েছিল। এই দাবিগুলির মধ্যে একটি ছিল ৩ জন সন্ত্রাসী, মাসুদ আজহার, আহমেদ ওমর সাইদ শেখ এবং মুশতাক আহমেদ জারগারকে মুক্তি দেওয়া, যারা সেই সময়ে ভারতের কারাগারে বন্দী ছিল। যাত্রীদের প্রাণের বিনিময়ে ভারত সরকার তাঁদের মুক্তি দিতে বাধ্য করে। রিপোর্ট অনুযায়ী, তালেবান কর্তৃপক্ষ ছিনতাইকারী এবং মুক্তিপ্রাপ্ত সন্ত্রাসীদের পাকিস্তানে পৌঁছাতে সাহায্য করেছিল। কিন্তু অভিযোগ উঠেছিল, ‘IC 814’-এ আসল সন্ত্রাসীদের পরিচয় লুকানোর চেষ্টা করা হয়েছে, ওয়েব সিরিজে তাদের ডাকনাম হয়েছে– বার্গার, চিফ, শঙ্কর এবং ভোলা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্ধর্ষ অ্যাকশন মুডে দক্ষিণী সুন্দরী সামান্থা, নয়া সিরিজে সঙ্গী বরুণ, মুক্তি কবে!

‘এখন আর যৌবন নেই, বুড়ি হয়ে গেছি’, শুটিং সেটে পরে গুরুতর আহত জিনাত আমন

Do Patti: ‘১০ জনকে রিজেক্ট করে শাহিরকে সিলেক্ট’, কোন যাদুতে কৃতিকে মুগ্ধ করেছিলেন অর্জুন?

লরেন্স বিষ্ণোইয়ের প্রশংসায় পঞ্চমুখ, তবে কি শত্রু সলমানের বিনাশ চাইছেন বিবেক অবেরয়ও?

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধে হার, ৫৭ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেতা

কৃতি স্যানন ও তাঁর যমজ বোনকে খুঁজতে মরিয়া কাজল, প্রকাশ্যে ‘দো পাত্তি’-র ট্রেলার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর