এই মুহূর্তে




‘তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরলে….’, বিজেপিকে হুঁশিয়ারি সোহমের

নিজস্ব প্রতিনিধি: তিনি পর্দার নায়ক, একাধারে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়কও। হ্যাঁ কথা হচ্ছে অভিনেতা সোহম চক্রবর্তীকে নিয়ে। তিনি যেমন অভিনেতা হিসেবে সফল, তেমনি বিধায়ক হিসেবেও সফল। নিজের এলাকার মানুষের যেকোনও বিপদে ছুটে যান। সে বন্যা পরিস্থিতি হোক, না অন্য কোনও কারণ হোক। আগামী বছরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোট প্রস্তুতি শুরু করেছে। যখন বাংলায় বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে তরতর করে, ঠিক সেই মুহূর্তেই নায়ক-বিধায়ক বিজেপিকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিলেন।

বললেন, ‘এবার বাংলার কোথাও নিজেদের পতাকা লাগাতে পারবে না বিজেপি।’ তাতেই আবারও শুরু হল TMC বিজেপি তরজা। পাশাপাশি তিনি গেরুয়া শিবিরকে তৃণমূলের গণতন্ত্র’-র কথাও ‘স্মরণ’ করিয়ে দিলেন। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পূর্ব বর্ধমানে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বস্তিপল্লি ফুটবল ময়দানে বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। সেখানেই ভাষণ দিতে গিয়ে সোহম বলেন, ‘ভুলে যাবেন না, তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরে এলে বাংলায় একটা পতাকাও লাগাতে পারবে না বিজেপি।’

সুতরাং এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। জায়গায় জায়গায় গিয়ে তৃণমূলের গুণ গাইছেন প্রার্থীরা। গতকাল সেই বিজয়া সম্মিলনী র মঞ্চে উঠেই রাজ দেখালেন সোহম চক্রবর্তী। সঙ্গে বিজেপিকে এক হাত নিলেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে বললেন, “বাংলার প্রাপ্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাদের একমাত্র লক্ষ্য, বাংলাকে ধুয়ে মুছে সাফ করা। তারা বারবার এসে বলে, বাংলায় গণতন্ত্র নেই। বাংলায় কোনও আইন নেই। সত্যি করে বলুন তো, এই বিশ্বে সবথেকে বড় গণতন্ত্রের পূজারি কেউ যদি হয়ে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা যদি গণতন্ত্র থেকে এক সেকেন্ডের জন্য সরে যাই, তাহলে মিটিং-মিছিল করা তো দূরের কথা, একটা বিজেপির পতাকাও লাগাতে পারবেন না বাংলায়। তাই গণতন্ত্র আছে বলেই আপনারা বাংলায় এসে মিটিং-মিছিল করতে পারছেন।” তবে সোহমের এই হুঙ্কারকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

বন্যাবিধ্বস্ত গ্রামে ত্রাণ হাতে পৌঁছালেন মন্ত্রী, দিলেন আশ্বাস

দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

দুর্গাপুরে কালীপুজোয় এবারের থিম জৈন মন্দির, চোখের সামনে ভেসে উঠবে কালাপানির অত্যাচার

সাঁইথিয়ায় বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী কে? ঘোষণা করে দিলেন কেষ্ট

পদ্ম রাজ্যে সন্ত্রাসের শিকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার হিড়িক, আবেদন ছাড়াল ৭৫ হাজার, শুরু বাছাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ