এই মুহূর্তে




সাক্ষী মেনন বাদ, ‘রামায়ণ’-এ যশের ‘বউ’ হচ্ছেন কাজল আগরওয়াল




নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই চর্চায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। বলিউডের অন্যতম বিগ বাজেটের প্রকল্প হতে চলেছে এই ছবি। তাই এই ছবি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে ভক্তদের। তাই ভক্তদের চাহিদা অনুযায়ী একেবারে মনের মতো করে ছবিটি বানাচ্ছেন নীতেশ তিওয়ারি। একসঙ্গে একঝাঁক বড়মাপের তারকা এই ছবিতে যোগ দিচ্ছেন। ছবির প্রধান অর্থাৎ রাম-সীতার চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাঁই পল্লবী। এছাড়াও রাবণের চরিত্রে অভিনয় করছেন, ‘KGF’ তারকা যশ। এছাড়াও দশরথের ভূমিকায় অভিনয় করছেন অরুণ গোভিল। কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করবেন লারা দত্ত। হনুমানের চরিত্রে অভিনয় করছেন সানি দেওল। এছাড়াও ববি দেওলও হিন্দুদের সবচেয়ে বড় ধর্মগ্রন্থ অবিলম্বনে তৈরি ‘রামায়ণ’-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্যে আলোচনায় আছেন। এছাড়াও অমিতাভ বচ্চন এই ছবিতে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করবেন। রবি দুবে ‘লক্ষ্মণ’ চরিত্রে, রকুল প্রীত সিংকে ‘সূর্পনাখা’ চরিত্রে এবং হারমান বাওয়েজাকে ‘বিভীষণ’ চরিত্রে দেখা যাবে।

যাই হোক, এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী কাজল আগরওয়ালও ‘রামায়ণ’-এর অংশ হচ্ছেন। যিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন সুপারস্টার অভিনেত্রী। তেলেগু-তামিলের পাশাপাশি একাধিক হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। দক্ষ অভিনয় দিয়ে লক্ষ লক্ষ মানুষকে পাগল করে তুলেছেন। এবার তিনি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ মন্দোদরীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন। মন্দোদরীর চরিত্রে আগে অভিনেত্রী সাক্ষী তানওয়ারের অভিনয়ের কথা ছিল। কিন্তু এখন প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র এটি অস্বীকার করেছে। কাজল তার অংশের শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন।

জানা গিয়েছে, রাবণের স্ত্রী হওয়ার কারণে মন্দোদরীর ভূমিকা অনেকটা বেড়ে গিয়েছে। তাই একজন ভালো অভিনেত্রীকে বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।এছাড়াও, চলচ্চিত্র নির্মাতারা এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন, যার অনেক ভাষার উপর দক্ষতা রয়েছে। এক্ষেত্রে অনেক বলিউড অভিনেত্রীর কথা ভাবা হয়েছিল কিন্তু কাজলের নাম চূড়ান্ত করা হয়েছে। কারণ তিনি উত্তর ও দক্ষিণ উভয় জায়গাতেই একটি বড় নাম। যিনি অভিনেতা যশের (রাবণ) স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন। উল্লেখ্য, ‘মন্দোদরী’র পরিচয় কেবল রাবণের স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি একজন অত্যন্ত সুন্দরী, ধার্মিক নারী ছিলেন। একদিকে তিনি বারবার সীতাকে অপহরণ করার জন্য রাবণের সমালোচনা করেছিলেন, অন্যদিকে, একজন কর্তব্যপরায়ণ স্ত্রী হিসেবে, ক্রমাগত তাঁর স্বামীকে ধার্মিকতার পথে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। তথ্য অনুযায়ী, রামায়ণের প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে, আর দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলি উপলক্ষে মুক্তি পাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মিলল ছাড়পত্র, ২০ জুন কি মুক্তি পাচ্ছে আমির অভিনীত ‘সিতারে জমিন পর’?

গোবিন্দার পদবী সরিয়ে ফেললেন সুনিতা, তবে কি বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন দম্পতি?

শিরোনামে পূজা ও কুণাল, উঠল প্রযোজককে অপহরণ করে ৬৪ লক্ষ টাকা আদায়ের অভিযোগ

রাজ কাপুরের ‘ববি’-তে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন বলি অভিনেত্রী

বিয়ের খবর সংবাদপত্রে ফাঁস হওয়ায় ভয়ে কেঁদে ফেলেছিলেন বলি অভিনেতার স্ত্রী

‘গোবিন্দার স্ত্রী হয়ে আমি বাথরুম পরিষ্কার করতে পারব না’, কেন এ কথা বললেন সুনীতা?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ