এই মুহূর্তে




শিখ অনুভূতিতে আঘাত, কঙ্গনার ‘ইমার্জেন্সি’ ফের সমস্যায়, নোটিশ পাঠাল চণ্ডীগড় আদালত




নিজস্ব প্রতিনিধি: জট যেন কিছুতেই খুলছে না। ফের বিপাকে বিজেপি তারকা সাংসদ কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’। ছবিতে শিখদের ভুলভাবে উপস্থাপন করার অপরাধে অনেক দিন থেকেই ছবিটি আইনি জটিলতার শিকার। শিখ দের একাধিক সংগঠন এ ছবি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। এমনকী CBFC-ও ছবির শংসাপত্র এখনও দেয়নি। ছবিটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে তৈরি। ছবিতে প্রধান মন্ত্রীর বেশে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। এছাড়া শ্রেয়াস তালপাড়ে, অনুপম খের-সহ একাধিক দাপুটে অভিনেতা ‘ইমার্জেন্সি’তে অভিনয় করছেন।কিন্তু ছবিটি আদেউ মুক্তি পাবে কিনা, সে বিষয়ক জটিলতা এখনও কাটছে না। গতকাল মঙ্গলবার চণ্ডীগড় আদালত কঙ্গনা রানাউতের ইমার্জেন্সির বিরুদ্ধে আবারও একটি নোটিশ জারি করেছেন। সেখানে জরুরি অবস্থাতে শিখদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বর্ণিত করা হয়েছে। এনজিও লয়ার্স ফর হিউম্যানিটির সভাপতি অ্যাডভোকেট রবিন্দর সিং বাসির দায়ের করা আবেদনের ভিত্তিতে চণ্ডীগড় জেলা আদালত এই নোটিশ জারি করেছে। ছবির নির্মাতা দের ৫ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

পিটিশনে দাবি করা হয়েছে যে, কঙ্গনা রানাউত এবং অন্যান্য উত্তরদাতারা ইমার্জেন্সিতে ‘শিখদের ভাবমূর্তি নষ্ট করার’ চেষ্টা করেছেন এবং বিশেষ করে অকাল তখতের প্রাক্তন জথেদারকে ‘সন্ত্রাসী’ হিসাবে চিত্রিত করা হয়েছে। যথাযথ ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান অধ্যয়ন না করেই অভিযুক্তরা শিখদের খারাপ অবস্থায় চিত্রিত করেছে এবং শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ অস্থায়ী আসনের বিরুদ্ধেও মিথ্যা তথ্য চিত্রিত করা হয়েছে। যেমন সিনেমার ট্রেলারে দেখানো হয়েছিল যে, শ্রী আকালের বর্তমান জথেদার। তকথ সাহেব পৃথক রাজ্যের দাবি করছিলেন যা সম্পূর্ণ মিথ্যা এবং এটি কেবল শিখ এবং অকাল তখ জথেদারদের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেখানো হয়েছিল। অভিযুক্তদের এহেন আচরণ শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও অভিযোগ করেছেন যে, “ইমার্জেন্সি ছবির অভিনেত্রী, প্রযোজক এবং পরিচালক, যার ট্রেলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা মাত্রই সমস্যার সৃষ্টি হয়েছে, এবং ছবিতে বহুবার সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং বক্তৃতা দিয়ে সম্প্রদায়ের মধ্যে পার্থক্য তৈরি করতে দেখা গিয়েছে।

আবেদনকারী রানাউত এবং অন্য দুই উত্তরদাতার বিরুদ্ধে 196(1) ধারা (ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করার কারণে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার করা) 197-এর অধীনে এফআইআর দাবি করেছেন। (1) (ভারতের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতা বা নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য তৈরি বা প্রকাশ করার শাস্তি), 302 (কোন ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ইচ্ছাকৃত অভিপ্রায়ে শব্দ ইত্যাদি উচ্চারণ করা) এবং 299 (ইচ্ছাকৃত এবং দূষিত কাজ) ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, 2023-এর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসের অবমাননা করে যে কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে। আর বর্তমানে ছবিটির শংসাপত্র ও আটকে রেখেছে সেন্সর বোর্ড। ফিল্মটি আগে ৬ সেপ্টেম্বর, মুক্তির কথা ছিল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’

পুজোর মণ্ডপে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে অতিথিরা, দেখামাত্রই ধমক কাজলের

কোনও খবর না দিয়েই বিমান ছাড়তে ৪ ঘন্টা দেরি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ শ্রুতির

ফের ধর্মীয় রোষ! উত্তরপ্রদেশে ‘ডাণ্ডিয়া’ অনুষ্ঠান থেকে তাড়ানো হল ‘মুসলিম’ সঞ্চালিকাকে

ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবে তছনছ আমেরিকা, ৫০ লক্ষ ডলার অনুদান টেইলর সুইফটের

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর