এই মুহূর্তে




ভরা মঞ্চে কিয়ারার জুতো হাতে কার্তিক, পায়ে পরিয়েও দিলেন! নায়কের নমনীয়তায় মুগ্ধ ভক্তরা

নিজস্ব প্রতিনিধি: কার্তিক আরিয়ানের ‘সুইট গেসচার’ সবসময়ই মুগ্ধ করে সকলকে। যা তাঁকে প্রতিনিয়ত আলাদা করে চলেছে অন্যান্য সব নায়কদের থেকে। আগামী ২৯ জুন মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানির ‘সত্য প্রেম কি কথা’। গতবছর ‘ভুলভুলাইয়া-২’ বক্সঅফিস হিট হওয়ার পর থেকেই বলিউডের অন্যতম পাওয়ারফুল অনলাইন কাপল হয়ে উঠেছেন কার্তিক-কিয়ারা! তাঁদের জুটি বেশ পছন্দেরও বটে ভক্তদের। সম্প্রতি, হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। যেখানে ফের একসঙ্গে ধরা দিলেন কার্তিক-কিয়ারা। সেই অনুষ্ঠানের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যার মধ্যে একটি ভিডিও একেবারে হৃদয় কেড়ে নিয়েছে ভক্তদের। কার্তিক তাঁর পর্দার প্রেমিকা কিয়ারার জন্য যা করলেন, তা দেখে মুগ্ধ নেটপাড়া।

সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, ছবির ‘সান সজনী’ গান প্রকাশ অনুষ্ঠানে নিজের হিল জুতো খুলে রেখেছিলেন কিয়ারা। সেই জুতোর একটি অন্যদিকে চলে গেলে মঞ্চে সকলের সামনেই কার্তিক হাতে করে কিয়ারার জুতো তাঁর পায়ের কাছে এনে দেন। তারপর কিয়ারা যখন সেই জুতো পরেন, আর কার্তিক তাঁর হাত ধরে সেটি পরতে সাহায্য করেন। যে মুহূর্তটি পাপারাৎজির ক্যামেরায় ফুটে উঠেছে। আর কার্তিকের এমন নমনীয়তা, ভদ্রতায় মুগ্ধ নেটপাড়া। কেউ লিখেছেন, ‘কার্তিক ভীষণই ভদ্র, আমি মুগ্ধ!’ কারোর কথায়, ‘এই জন্য মেয়েরা কার্তিককে এত পছন্দ করে!’ কারোর মন্তব্য, ‘কার্তিক দেখছি শাহরুখের পথ অনুসরণ করছেন।’ কারোর প্রশ্ন, ‘এসব দেখে সিদ্ধার্থ মালহোত্রা কী ভাবছেন!’ কারোর দাবি, ‘সবই আসলে প্রচারের কারণে তৈরি করা।’ দিন কয়েক আগেই নিজের দেহরক্ষীর বিয়েতে গিয়ে হৈহুল্লোড়ে মেতেছিলেন কার্তিক।

সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কার্তিকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভক্তরা। ভুল ভুলাইয়া 2-ছবির পর থেকেই কার্তিক ও কিয়ারা অভিনেতা-অভিনেত্রী হিসেবে পরিণত, এদিন মঞ্চে নিজেই তা স্বীকার করেন কিয়ারা। সম্পূর্ণ প্রেম নিয়ে ‘সত্য প্রেম কি কথা’ ছবিটি র বাঁধা হয়েছে। ছবিটির নাম প্রথমে সত্য নারায়ণ কি কথা রাখার কথা থাকলেও পরে ভগবান বিষ্ণুর নামের কারণে ছবিটির নাম পরিবর্তন হয়। এদিন গোলাপি পোশাকে কিয়ারাকে চমৎকার দেখাচ্ছিল এবং কুর্তা-পাজামাতে ব্যপক হ্যান্ডসাম দেখাচ্ছিল কার্তিককে। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও গান বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেশীয় আনারকলিতে ‘মিস ইউনিভার্স’ মঞ্চের শোভা বাড়ালেন ভারতীয় প্রতিযোগী মণিকা বিশ্বকর্মা

‘হক’-এর অভিনব প্রচার, ভক্তদের চমকে দিয়ে মুখ ঢেকে লোকাল ট্রেনে সফর ইমরান-ইয়ামির

সোশ্যাল মিডিয়ায় বিকৃত ছবি ছড়িয়ে মানহানি, ২০ বছরের তরুণীর বিরুদ্ধে FIR দায়ের অনুপমার

২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউজ, মুক্তির আগেই মাইকেল জ্যাকসন বায়োপিক ট্রেলারের বিশ্ব রেকর্ড

‘ধুরন্ধর’-এর লঞ্চে ২,০০০ ভক্তকে আমন্ত্রণ জানালেন রণবীর সিংহ

ভক্তদের জন্য সুখবর! ৮ বছর পর ‘তারক মেহতা’য় তাপুর চরিত্রে প্রত্যাবর্তন সেই ভাব্য গান্ধির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ