এই মুহূর্তে




হায়দারবাদে চরম হেনস্থার শিকার নিধি আগরওয়াল, নায়িকার পোশাক ধরে টানাটানি, কীভাবে রক্ষা পেলেন?

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! হায়দরাবাদে ‘দ্য রাজা সাব’ গানের লঞ্চ ইভেন্ট থেকে বেরোনোর সময়ে অভিনেত্রী নিধি আগরওয়ালকে ব্যাপক মারধর করা হয়েছে। একদল লোকজনের কাছে গণপিটুনির শিকার হয়েছেন অভিনেত্রী। ওই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠিক কী ঘটেছিল? ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকেই শিরোনামে আছে সুপারস্টার প্রভাস অভিনীত ‘রাজা সাব’। গতকাল ছিল ছবির গানের লঞ্চ ইভেন্ট যেটি হায়দরাবাদে আয়োজিত করা হয়েছিল।

সেখানে ছবির প্রধান অভিনেত্রী নিধি আগরওয়াল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে লুলু শপিং মল থেকে বেরিয়ে আসার সময় নিধিকে ঘিরে ধরেন ভক্তরা। তাঁর সঙ্গে সেলফি তোলার বায়না জুড়ে দেয় তাঁরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন নিধি। অনলাইনে ভাইরাল ভিডিও গুলিতে দেখা যাচ্ছে যে, ভক্তরা নিরাপত্তা লঙ্ঘন করে অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য তাঁর পিছু নিয়েছেন। আর অভিনেত্রীও ভক্তদের হুজ্জতি থেকে বাঁচতে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। কিন্তু ভক্তদের বাড়বাড়ন্তের জন্যে অভিনেত্রীর তাঁর গাড়িতে পৌঁছতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

 

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, এই ঘটনায় নিধি দৃশ্যত বিপর্যস্ত, তার দুপাট্টা শক্ত করে ধরে আছেন। এবং নিরাপত্তারক্ষীরা ভিড়কে পিছনে ঠেলে অভিনেত্রীর গাড়ির দিকে যাওয়ার পথ বানিয়ে দিচ্ছে। কোনক্রমে গাড়িতে উঠে পালিয়ে বাঁচেন নায়িকা। ভক্তরা রীতিমতো অভিনেত্রীর ওড়না ধরে টানা হেঁচড়া করছিলেন। নিধিকে গণপিটুনি ও মারধর করা হয়। এই ঘটনার ভিডিও অনলাইনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী ভক্তদের আচরণকে নিন্দা করেছেন। বেপরোয়া এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন। অনেকে পর্যাপ্ত নিরাপত্তার অভাবের সমালোচনা করেছেন। এছাড়া অনুষ্ঠানে ব্যবস্থাপনার নিন্দা জানিয়েছেন। এই ঘটনাটি নিয়ে নিন্দা প্রকাশ করেছেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে X-এ লিখেছেন, “মানুষের দল হায়নার চেয়েও খারাপ আচরণ করছে। পুরুষদের দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। কেন কোনও ঈশ্বর তাদের সবাইকে নিয়ে অন্য গ্রহে রাখেন না?’ তবে নিধি আগরওয়াল এখনও এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৬০ কোটি প্রতারণার মামলায় মুম্বইয়ে শিল্পা শেট্টির বাড়িতে আয়কর হানা

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা কুমার শানুর, কত টাকা দাবি গায়কের?

হায়দরাবাদে গানের অনুষ্ঠানে অভিনেত্রী নিধিকে চরম হেনস্থা, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের

নীতীশের হিজাব টেনে খোলার ঘটনায় গর্জে উঠলেন জাভেদ আখতার, কী বললেন?

২০২৬-এ ফিরছে ‘গুল্লক’, পঞ্চম সিজনে দেখা যাবে না ‘আন্নু ভাইয়া’ বৈভব রাজগুপ্তাকে, কিন্তু কেন?

লিফটে মর্মান্তিক দুর্ঘটনা, ৫ বছরের ছেলেকে হারালেন KGF-এর সহ-পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ