এই মুহূর্তে




বিচ্ছেদের মাঝেই কোন নারীর প্রশংসায় মাতলেন ঋষি কৌশিক

courtesy google




নিজস্ব প্রতিনিধি :  বিচ্ছেদের মাঝেই অন্য তিন নারীর প্রশংসায় মাতলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। সঙ্গে আবার মিষ্টি হাতে লেখা চিঠিও পেলেন অভিনেতা। জল্পনা উঠছে কে সেই নারীগণ! এরা আর কেউ না! এরা হলেন ৩ জন বিমানসেবিকা।

দাম্পত্য কলহের মাঝেই রাজস্থানে গিয়েছিলেন অভিনেতা তাঁর আাসন্ন কাজের জন্যে। যদিও কোন মাধ্যমের জন্য কাজটা করছেন, সেটা গোপনই রেখেছেন ঋষি। রাজস্থান থেকে ফেরার পথে তিন বিমানসেবিকার থেকে কৃতজ্ঞতা প্রকাশক চিঠি পেয়েছেন অভিনেতা। সেই ৩ নারীর প্রশংসায় মেতেছেন অভিনেতা।

তাঁরা অভিনেতাকে একটি মিষ্টি চিঠি দিয়েছেন। ছোট্ট এই চিরকুটে লেখা , ‘আপনার মিষ্টি ব্যবহার মন ছুঁয়েছে আমাদের।আশা করছি আবার দেখা হবে আপনার সঙ্গে।’ চিঠিতে তিন বিমানসেবিকার নামও উল্লেখ রয়েছে। পাল্টা ওই তিন বিমানসেবিকাকে ধন্যবাদ জানাতে ভোলেন নি ঋষি। পরিষেবা ও আপ্যায়নে মুগ্ধ হয়ে তাঁদের পাল্টা উত্তরও দিয়েছেন তিনি। সেই চিঠি ভাগ করে নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘আপনাদের ব্যবহারে মুগ্ধ। ধন্যবাদ তিন জনকে এমন আতিথেয়তার জন্য।’

অভিনেতার জীবনে চলছে বিচ্ছেদের ঝড়। সংসারে অশান্তি আর কলহের শেষ নেই। কিছু দিন আগেই ফেসবুক পোস্ট করে অনুরাগীদের একটা গল্প শুনিয়েছিলেন অভিনেতা।যদিও এই গল্পে কোন নাম ব্যবহার করেন নি অভিনেতা। তবে এই গল্প যে আর কারোর নয়, স্বয়ং ঋষির জীবনেরই গল্প তা আর বুঝতে বাকী থাকে নি কারোর। সম্প্রতি স্বামীর এই পোস্ট নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন স্ত্রী দেবযানী। এসবের মাঝেই ফের নতুন কাজে মন দিয়েছেন অভিনেতা। নিজের নতুন কাজের কথা জানান তিনি। ঋষি এক ভিডিয়োয় জানিয়েছেন, ‘খুব শীঘ্রই আসতে চলেছে আমার নতুন কাজ। তোমরা সকলে আমার জন্য প্রার্থনা কর। তোমাদের জন্য রইল শুভকামনা। কাজটা কী এবং কাজটা কোথায় ও কবে আসছে, তা পরে বিশদে জানাব।’

প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টি কুটুম, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। আপাতত ঋষিকে নতুন ছবিতে দেখার জন্য উৎসুক অনুরাগীরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

ডেবিউ ছবিতেই কামাল, মুক্তির দিনেই ২০ কোটি আয় করল আহান পান্ডের ‘Saiyaara’

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ