এই মুহূর্তে




ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে তোরণ ভেঙে আহত ২




নিজস্ব প্রতিনিধি: মহানায়ক উত্তমকুমার। নামটির সঙ্গে জড়িয়ে আছে গোটা বাঙালির ইমোশন। ১৯৮০ সালের ২৪ জুলাই আচমকা শুটিং সেটেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন উত্তমকুমার। তাঁর দেওয়া সমস্ত অবদান আজও টলিউডের কাছে সেরা প্রাপ্তি। আজও গোটা বাঙালি জাতির শয়ণে-সপনে উত্তমকুমার বিরাজমান। কিন্তু অকালেই চলে গিয়েছেন অভিনেতা। কেরানি থেকে মহানায়ক হওয়ার জার্নি একদিনের নয়, তাঁর অনেক কৃতিত্বের সাক্ষী বাঙালি অভিনেতারা। বলিউডে তিনি নিজের পসার জমাতে না পারলেও আজও টলিউডের মাথার উপর বসে আছেন উত্তমকুমার। ১৯৮০ সালে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বাংলার ‘মহানায়ক’।

প্রতি বছরই উত্তম কুমারের স্মরণে কলকাতার ধনধান্যে অডিটোরামে অনুষ্ঠিত হয় মহানায়কের স্মরণসভা। প্রায় ৪৪ বছর ধরে তিনি আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর স্মৃতি চিহ্ন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আর মহানায়কের স্মরণে পশ্চিমবঙ্গ সরকারের নবান্নতে সকাল থেকেই নানা অনুষ্ঠান হয়েছে। যেখানে গানের অনুষ্ঠান হয়েছে। উত্তমকুমারের ছবির সব গান স্মৃতি হিসেবে অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেছে। আর উত্তমকুমারের ছবিতে রাজ্য সরকারের তরফ থেকে মাল্যদান করেছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর বিকেল গড়াতেই খারাপ খবর। কলকাতায় মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠান শুরুর আগে দুর্ঘটনা। ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে আহত হয়েছেন একাধিক দর্শক।

যাদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে ধনধান্য অডিটোরিয়ামে মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। দুপুরে বহু দর্শক অডিটোরিয়ামে ঢুকছিলেন। সেই সময় আচমকা লোহার তোরণ ভেঙে পড়ে অসংখ্য দর্শকের উপর। যাতে আহত হন উপস্থিত দর্শকরা। আর গুরুতর আহত অবস্থায় দুইজনকে SSKM হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে। আর কিছুক্ষন পরে ওই পথ দিয়েই মুখ্যমন্ত্রীর প্রবেশ করবেন। মুখ্যমন্ত্রী আসার আগে যাতে নতুন করে বিপত্তি না ঘটে, তাই প্রতিটি তোরণের উপরের প্লাকার্ড খুলে ফেলা হচ্ছে।আপাতত ভেঙে পড়া তোরণটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।আর কিছুক্ষণ পরেই এই অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন গুণীজন কলা কুশলীরা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

মারাত্মক ভুল, ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী! আচমকা কী অন্যায় করলেন অমিতাভ বচ্চন?

পুজো নিয়ে বৈঠক ডাকলেন নয়া পুলিশ কমিশনার মনোজ

যৌন নির্যাতনের অভিযোগে গোয়ায় গ্রেফতার ‘আজ কি রাত’ কোরিওগ্রাফার জানি মাস্টার

ছেলে দেশে নেই, কোপ পড়ল বাবার উপর, ফের সেলিম খানকে হত্যার হুমকি

লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দিতে চলেছে কন্যাশ্রী, আবেদন জমা ও মঞ্জুর ৩ কোটিরও বেশি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর